বিনোদন,বাংলা সিরিয়াল,ষ্টার জলসা,জি বাংলা,টিআরপি,টলিউড,মিঠাই,গাঁটছড়া Entertainment,Bengali Serial,Star Jalsa,Zee Bangla,TRP,Tollywood,Mithai,Gatchhora

খড়ির কাছে হারতে হচ্ছে ‘মিঠাই’কে! ন্যাকা ‘ফুলঝুরি’ কত নম্বর পেল? রইল এই সপ্তাহের TRP তালিকা

প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার বাংলা সিরিয়ালের(Bengali Serial) টিআরপি(TRP) তালিকা প্রকাশের দিন। সারা সপ্তাহ বিভিন্ন সিরিয়াল দেখার পর কে কত নম্বর পেলে সেটা জানার অপেক্ষায় বসে থাকেন দর্শকরা। বিগত কয়েক মাস ধরে টিআরপি তালিকাতে প্রথম স্থান নিয়ে বেশ লড়াই চলছে। কোন সপ্তাহে প্রথম জায়গা দখল করছে ‘গাঁটছড়া’ আবার কখনও প্রথম জায়গা ফিরে পেতে সক্ষম হচ্ছে বাংলার এক সময়ের সেরা ধারাবাহিক ‘মিঠাই’।

আবার কখনো বেঙ্গল টপার হচ্ছে ‘ধূলোকণা’। গত সপ্তাহে বাংলা ধারাবাহিকে সেরার জায়গা কেড়ে নিয়েছে খড়ি ও ঋদ্ধির জুটি ‘গাঁটছড়া’। এবারও এই জুটি বাংলার সেরা ধারাবাহিকের তকমা পেয়েছে। একটুখানি পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘মিঠাই’, তবে মিঠাই একা দ্বিতীয় স্থানে নয়, এর সাথে রয়েছে ধূলোকণাও। আর তৃতীয় স্থানে রয়েছে ‘গৌরী এলো’, এসপ্তাহে গৌরী এলো-এর প্রাপ্ত পয়েন্ট ৭.৮।

চলুন তাহলে দেখে নেওয়া যাক, এই সপ্তাহের বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা (Top 10 Bengali Serial TRP List)-

গাঁটছড়া – ৮.৫ (প্রথম)

মিঠাই, ধূলোকণা – ৮.১ (দ্বিতীয়)

গৌরী এল – ৭.৮ (তৃতীয়)

আলতা ফড়িং – ৭.৭

লক্ষী কাকিমা সুপারস্টার – ৬.৯

আয় তবে সহচরী, উমা, মন ফাগুন – ৬.৬

পিলু, অনুরাগের ছোঁয়া – ৬.১

লালকুঠি – ৪.৬

গোধূলি আলাপ, এই পথ যদি না শেষ হয়, সর্বজয়া – ৪.৫

গঙ্গারাম – ৩.৯

দাদাগিরি এ সপ্তাহে ৪.৯ পেয়েছে। ষ্টার জলসার জিৎ সঞ্চালিত ইসমার্ট জোড়ি এ সপ্তাহে নম্বর পেয়েছে ৩.২।

Avatar

Papiya Paul

X