সারাদিনের ব্যস্ততার পরে মহিলাদের অন্যতম বিনোদনের ক্ষেত্র টেলিভিশনের ধারাবাহিক। সন্ধ্যের পর থেকেই টিভির সামনে বসে পড়েন অগুনতি দর্শকেরা। তবে এখন সিরিয়ালের অদ্ভুত সব গল্প নিয়ে সমালোচনা চলে সোশ্যাল মিডিয়ায়। প্রায় প্রত্যেক সিরিয়ালের অদ্ভুত গল্পের জন্য ট্রোলিংয়ের শিকার হন অভিনেতা-অভিনেত্রীরা। এখন সিরিয়ালে বিয়ে হলেই সেখানে অবাস্তব সব জিনিস দেখানো হয়। এবারও তাঁর ব্যতিক্রম হয়নি। ষ্টার জলসার নতুন সিরিয়াল ‘গাঁটছড়া’-তে সেরকমই কান্ড দেখানো হয়েছে।
এবার এই সিরিয়াল শুরুর পরেই বিয়ের পর্ব দেখানো হয়েছে। যেখানে দেখা হচ্ছে, সিঁদুরের থালা উল্টে হাওয়ায় সিঁদুর গিয়ে পড়েছে সোজা নায়িকার সিঁথিতে। আর যাকে অপছন্দ নায়কের তার সাথেই বিয়ে হয়ে গিয়েছে। এই দেখে শুরু হয়েছে ট্রোলিং। সম্প্রতি ষ্টার জলসার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই সিরিয়ালের একটি নতুন প্রোমো ভিডিও শেয়ার করা হয়েছে। যা ভাইরাল হয়ে গিয়েছে মুহূর্তেই। এই ভিডিও নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় জোর সমালোচনা চলছে।
এই ভিডিওতে দেখানো হয়েছে, জগদ্ধাত্রী ঠাকুরের বিসর্জনের সময় হঠাৎ করেই আশ্চর্যরকমভাবে বিয়ে হয়েছে নায়ক -নায়িকার। গঙ্গার ঘাটের সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলো নায়ক। আর সেই সময় তাকে ধরতে হাত বাড়িয়ে দেয় নায়িকা। এদিকে নায়কের গায়ে লেগে ছিটকে যায় পাশেই দাঁড়িয়ে থাকা এক মহিলার সিঁদুরের থালা। আর সেই সিঁদুরের থালা থেকে সিঁদুর আকাশে উড়ে সোজা নায়িকার সিঁথিতে পড়ে। এভাবেই সিঁদুর পরে হয়ে যায় বিয়ে।
এই গাঁজাখুরি গল্প নিয়ে ট্রোলড হয়েছে কাহিনীর নির্মাতা থেকে অভিনেতা-অভিনেত্রীরা। একজন মজা করে ভিডিও দেখে ‘উড়ন্ত সিঁদুর, দুরন্ত বিয়ে’ বলে কমেন্ট করেছেন। কেউ আবার বলেছে,’থালাটা কেন মাথায় পড়ে না, সবসময় সিঁদুর পরে কেন?’. এমনই সব কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভিডিওতে। উল্লেখ্য, ধারাবাহিকের লিড চরিত্রে আছেন অভিনেতা গৌরব চ্যাটার্জী ও অভিনেত্রী সোলাঙ্কি রায়। এর সাথে আছেন শ্রীমা ভট্যাচার্য ও অনিন্দ্য। তিন ভাই বোনের কাহিনী নিয়েই এগোবে গল্পের মোড়।