Mukesh Ambani

Mukesh Ambani: এবার খতম Jio-র দিন! মার্কেট কাঁপাতে নাকি আসছে গৌতম আদানির নতুন টেলিকম সংস্থা?

নিউজশর্ট ডেস্ক: ভারতের অন্যতম ধনী ব্যক্তি হিসেবে মুকেশ আম্বানি(Mukesh Ambani) এবং গৌতম আদানিকে(Gautam Adani) নিয়ে চর্চার শেষ নেই। মুকেশ আম্বানিকে নিয়ে একটু বেশি চর্চা হলেও গৌতম আদানিও কোন অংশে পিছিয়ে নেই। মুকেশ আম্বানির ভারতের টেলিকম ইন্ডাস্ট্রিতে জিও নিয়ে আসার পর টেলিকম সেক্টরের চেহারায় বদলে গিয়েছে।

আর এখন শুধুমাত্র রিচার্জ প্ল্যান নয়, স্মার্ট ফোন থেকে শুরু করে ব্রডব্যান্ড সমস্ত কিছুতেই রাজত্ব করছে জিও। তবে এবার শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি গৌতম আদানি জিওকে টক্কর দিতে চলেছে। তিনিও এবার সিম কার্ড এবং স্মার্টফোন বাজারে আনতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।

জানা গিয়েছে গৌতম আদানি চিপসেট নির্মাতা কোয়ালকমের সিইও ক্রিস্টিয়ানো আমনের মধ্যে একটি বৈঠক হয়েছে। তিনি এখন ভারতে এসেছেন এবং ভারতবর্ষের বড় বড় শিল্পপতিদের সঙ্গে দেখা করছেন। আর এভাবেই তিনি আদানির সঙ্গেও দেখা করেছেন।

আরও পড়ুন: Tata Group: সবাইকে ছাপিয়ে নম্বর ১ টাটা! ৯ বছর ধরে এই ক্ষেত্রে দখল রাখলো নিজেদের জায়গা

আর তাদের সাক্ষাৎকারের পরেই শোনা যাচ্ছে যে গৌতম আদানি মুকেশ আম্বানির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটি নতুন টেলিকম সংস্থা চালু করতে চলেছেন। শুধু টেলিকম সংস্থা নয়, এর পাশাপাশি স্মার্টফোনও লঞ্চ করতে পারেন। তবে বলে রাখা ভালো যে এই সংক্রান্ত তথ্য নিয়েই আদানি গ্রুপ কিংবা কোয়ালকম কোম্পানির পক্ষ থেকে কোন রকমের তথ্য প্রকাশ করা হয়নি। সুতরাং বোঝাই যাচ্ছে যে, এই খবর সম্পূর্ণভাবেই গুজব। যতক্ষণ না সংস্থাগুলোর পক্ষ থেকে কোনো রকমের তথ্য ঘোষণা করা হচ্ছে।

Avatar

Papiya Paul

X