নিউজশর্ট ডেস্কঃ এবার রাজ্যে প্রাকৃতিক গ্যাস বন্টনের ক্ষেত্রে হাত দিচ্ছে গৌতম আদানির(Gautam Adani) সংস্থা। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার সঙ্গে গৌতম আদানির সংস্থা যৌথভাবে বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন গড়ে তুলবে। জানা গিয়েছে, এই চার্জিং স্টেশন গড়ে তোলার জন্য যে দরপত্র ডাকা হয়েছিল, সেক্ষেত্রে অধিক ক্ষেত্রেই যোগ্যতা অর্জন করেছে আদানির টোটাল এনার্জিস।
পরিবেশ দূষণ ঠেকাতে, এর পাশাপাশি জ্বালানির খরচ কমানোর জন্য বর্তমানে কেন্দ্রীয় সরকার বৈদ্যুতিক গাড়ির ওপর বিশেষ জোর দিচ্ছে। এর আগে দুদফায় মোট ১০৪টি চার্জিং স্টেশন গড়ার বরাত দিয়েছিল। বিদ্যুৎ সরবরাহ সংস্থা ও পর্যটন বিভাগের অধীনে পথসাথীর খালি জমিতে এই চার্জিং স্টেশনগুলো তৈরি করা হবে বলে জানা গিয়েছে।
এরপরের দফায় পুরসভায় পুরো ও নগরোন্নয়ন দপ্তরের কিছু জমি চিহ্নিত করা হয়। এই জমিগুলোতে ১৩২ টি চার্জিং স্টেশন তৈরি করার দরপত্র ডাকা হয়। বিভিন্ন বেসরকারি সংস্থাগুলো এই দরপত্রে সারা দেয়। আদানি গোষ্ঠীর ফরাসি সংস্থার টোটাল এনার্জিসর সঙ্গে যৌথভাবে এই সংস্থা তৈরি করেছে।
আরও পড়ুন: ভেজালে ভর্তি মার্কেট! আর ঠকবেন না, ৫ মিনিটেই চিনে নিন আসল-নকল সর্ষের তেল
আর এগুলি গড়ে তোলার ক্ষেত্রে দুর্গাপুর এবং হলদিয়া অঞ্চলে সবথেকে বেশি জনপ্রিয়তা পাওয়া গিয়েছে। এছাড়া আরও বেশ কিছু জায়গা রয়েছে, যেগুলি হল নিউটাউন, হাওড়া, বজবজ, ঘাটাল, শালবনী, কাটোয়া, কাঁচরাপাড়া, আসানসোল, চন্দ্রকোণা, রিষড়া, চালসা, ইসলামপুর, ইটাহার, বনগাঁ, গাইঘাটাও। ইতিমধ্যেই আদানি গোষ্ঠী সিএনজি এবং পিএনজি জ্বালানি ব্যবসায় ইন্ডিয়ান ওয়েলের সঙ্গে লগ্নি করেছে।