Arijit

‘ওরা ভারতীয় নন, এক একটা দেশদ্রোহী’, পাকিস্তানের জয়ে বাজি ফাটানো নিয়ে বিস্ফোরক গম্ভীর

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। আর এই ম্যাচে পাকিস্তানের কাছে 10 উইকেটের বিরাট ব্যবধানে হেরে যায় ভারতীয় দল। আর তারপরই ভারতবর্ষের বেশ কিছু জায়গায় বাজি ফাটিয়ে পাকিস্তানের জয় সেলিব্রেশন করতে দেখা যায়, যা অত্যন্ত লজ্জার।

   

এই প্রসঙ্গ নিয়ে সবার প্রথম সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন প্রাক্তন ভারত ওপেনের বীরেন্দ্র শেওবাগ। তবে তিনি খুব বেশি আক্রমণাত্মক হন নি। তিনি শুধু এই প্রশ্নটি রেখেছিলেন ‘দেওয়ালিতে বাজি ফাটানো নিষেধ হলেও পাকিস্তান ম্যাচের পর কি করে বাজি ফাটানো হয়?’

তারপরই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করলেন আরেক প্রাক্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর। তিনি কোন প্রকার রাখঢাক না করেই টুইট করে বললেন, ” যারা পাকিস্তানের জয়ে বাজি ফাটিয়ে আনন্দ করে, তারা আর যায় হোক ভারতীয় হতে পারে না। আমরা আমাদের ছেলেদের পাশেই রয়েছি।”