Arijit

প্রাথমিক শিক্ষাটাই ভুলে গিয়েছে! আউট হতেই কোহলিকে বেলাগাম আক্রমন গম্ভীরের

মোহালিতে শ্রীলংকার বিরুদ্ধে নিজের ক্যারিয়ারের 100 তম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। এই টেস্ট ম্যাচে শুরুটা ভালো করলেও 45 রানের ইনিংস খেলেই প্যাভিলিয়নে ফিরতে হয় কোহলিকে। আর তারপরই বিরাট কোহলিকে নিশানা করলেন ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। শততম টেস্ট খেলতে নেমেও গম্ভীরের হাত থেকে রেহাই পেলেন না বিরাট কোহলি।

   

এইদিন রোহিত এবং মায়াঙ্ক এর জোড়া উইকেট পতনের পর ব্যাটিং করতে নামে বিরাট কোহলি। হনুমা বিহারি কে সঙ্গে নিয়ে ভারতের রান খুব সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। তবে অর্ধশতরানের ঠিক আগে 45 রানের মাথায় লাসিথ এমবুলডেনিয়ার এক টার্নিং বল কোহলির ব্যাটের কানায় লেগে সরাসরি স্ট্যাম্পে আছড়ে পড়ে। মাত্র 45 রানেই শেষ হয়ে যায় কোহলির ইনিংস।

এরপরই ম্যাচের মাঝখানে এক সাক্ষাৎকারে গৌতম গম্ভীর বলেন, “প্রত্যেক ভারতীয় ব্যাটসম্যানদের নিজেদের বেসিক ফলো করা উচিত। সবাই প্রাথমিক শিক্ষাটাই ভুলে গিয়েছে!”