টলিউড,বিনোদন,টেলিভিশন,গসিপ,রান্নাঘর,সুদীপা চ্যাটার্জী,নতুন আপডেট,Tollywood,Entertainment,Gossip,Television,Rannaghar,Sudipa Chatterjee,New Update

Moumita

সত্যি সত্যিই শেষ হচ্ছে ‘রান্নাঘর’, শেষদিনের শুটিংয়ে থাকছে একাধিক চমক, রইল ভিডিও

বর্তমানে বিতর্কের আরেক নাম যেন সুদীপা চ্যাটার্জী। একটা বিতর্ক শেষ হতে না হতেই আরেকটা বিতর্ক শুরু হয়ে যায়। মাস খানেক আগেই তার সুইগি ডেলিভারি বয়দের নিয়ে অপমানজনক পোস্টের জেরে মানুষ রীতিমত ক্ষুব্ধ হয়ে উঠেছে। আর তার প্রভাব পড়েছে জি বাংলার নন ফিকশন শো ‘রান্নাঘর’র উপর।

   

মানুষ তো রীতিমতো বয়কট করতে শুরু করেছে এই শো-কে। টিআরপি কমতে কমতে এমন জায়গায় এসেছে যা কহতব্য নয়। ১৭ বছরের জার্নিতে কাদা পড়তে শুরু করেছে এবার। এমনকি সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে নোংরা কাদা ছোড়াছুড়ি।

অনেকেই বলেছেন, তারা সুদীপার শো আর দেখতে চাননা তার। সঞ্চালিকার প্রতিটা কথায় নাকি অহঙ্কার ঝলকে ওঠে। টাকাপয়সা, সোনাদানা আর নিজের পরিবারের বাইরে নাকি কিছুই বোঝেন না তিনি। অন্তত নেটিজেনদের তো এমনটাই মত। আর এই কারণে মাঝেমধ্যেই সঞ্চালিকার কমেন্ট বক্সে ওঠে কটাক্ষের ঝড়।

টলিউড,বিনোদন,টেলিভিশন,গসিপ,রান্নাঘর,সুদীপা চ্যাটার্জী,নতুন আপডেট,Tollywood,Entertainment,Gossip,Television,Rannaghar,Sudipa Chatterjee,New Update

আর সেই কারণে তাকে বাধ্য হয়ে কমেন্ট বক্সও বন্ধ করতে সুদীপাকে। তবে দর্শকদের এই ক্ষোভের আগুন যে তার শো-র উপরেও পড়বে তা হয়ত তিনি ভাবতেই পারেননি। সূত্রের খবর, খুব শীঘ্রই বন্ধ হচ্ছে টেলিভিশনের সবচেয়ে পুরোনো শো ‘রান্নাঘর’। ১৭ বছরের জার্নিতে অবশেষে ইতি টানছে চ্যানেল কর্তৃপক্ষ।

সূত্রের খবর ‘রান্নাঘর’র বদলে চ্যানেল আনতে চলেছে ইন্দ্রাণী হালদারের নতুন শো ‘ঘরে ঘরে জি বাংলা’। সেই সময় জল্পনা জারি ছিল তবে কি স্লট পালটানো হবে ‘রান্নাঘর’-এর? কিন্তু না, টিআরপি তালিকায় তলানিতে থাকা এই কুকারি শো-কে আর টেনে নিয়ে যেতে চায় না চ্যানেল কর্তৃপক্ষ।

জানা গেছে, ইতিমধ্যেই শেষ এপিসোডের শ্যুটিং সেরে ফেলেছেন সুদীপা চট্টোপাধ্যায়। শ্যুটিংয়ের শেষদিন আবেগঘন সুদীপা। ফেসবুক লাইভে এসে জানালেন এই খবর। জানিয়ে রাখি, শেষদিনের এপিসোডে সুদীপার পাশাপাশি দেখা যাবে শ্রীপর্ণা, কাঞ্চনদের। সাথে সাথে ক্যামেরার পেছনে থাকা ব্যক্তিত্বদের সাথেও পরিচয় করাবেন সুদীপা। বছরের শেষদিন অর্থাৎ ৩১শে ডিসেম্বর বিকাল ৪.৩০টার সময় শেষবার টিভির পর্দায় দেখা যাবে ‘রান্নাঘর’।