Ram Mandir

anita

Ram Mandir: উপহারে ভরেছে রামলালার ঝুলি! দেশ-বিদেশ থেকে কি কি উপহার পেলেন প্রভু রাম?

নিউজ শর্ট ডেস্ক: দীর্ঘ ৫০০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রাম মন্দিরে (Ram Mandir)। ঘরের ছেলে ঘরে ফিরতেই মুক্ত হস্তে দান করে  উপহারে ভরিয়ে দিয়েছেন ভক্তরা। রাম মন্দিরে বালক রামলালার (Ramlala) মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে  দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি, বিদেশ থেকেও রামলালার জন্য এসেছে উপহারের (Gifts) ডালি। ঘি কিংবা লাড্ডুর মতো খাদ্য সাগগ্রীর পাশাপাশি এসেছে মূল্যবান হিরে-রত্নের অলংকার আর সোনা-রুপোর পাদুকা, ঘন্টা, ধুপ,ইত্যাদি।

   

১) মাতা সীতার জন্মস্থান নেপালের জনকপুর। রামমন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে সেখান থেকে এসেছে  সীতার জন্য রুপোর জুতো জোড়া, অলঙ্কার এবং পোশাক। এছাড়া  রামের মূর্তি তৈরিতে ব্যবহার করা হয়েছিল নেপালের শালগ্রাম শিলা।

২)আর রামের ‘মামারবাড়ি’ ছত্তীসগঢ় থেকে আগেই এসেছে ৩০০ টন সুগন্ধি চাল। এছাড়াও  দু’টি ট্রাক ভর্তি সব্জিও পাঠানো হয়েছে অযোধ্যায়।

৩) এছাড়া গুজরাট থেকে এসেছে ৫০০০টি উজ্জ্বল আমেরিকান ডায়মন্ড দিয়ে তৈরী ২ কিলোগ্রাম ওজনের একটি দারুন ঝলমলে  নেকলেস।

রাম মন্দির,Ram Mandir,রামলালা,Ramlala,উপহার,Gifts,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

৪) গুজরাটের বরোদা থেকে এসেছে ১০৮ ফুট লম্বা একটি বিশেষ ধূপকাঠি। ছ’মাস ধরে তৈরী ওই ধূপকাঠি জ্বলবে টানা দেড় মাস। যার সুগন্ধ মন্দির চত্বরকে সুবাসিত করে তোলে।

৫) এছাড়াও আরও একটি নজরকাড়া উপহার হল উত্তরপ্রদেশের এটার বাসিন্দাদের দেওয়া ২,১০০ কেজি ওজনের একটি  বৃহৎ ঘণ্টা। অষ্টধাতু দিয়ে তৈরী এই ঘণ্টাটি অটল বিশ্বাসের প্রতীক।

আরও পড়ুন: মাসে মাসে ইনভেস্ট করুন মাত্র ৫০০ টাকা, এই ৪ স্কিমে বিনিয়োগ করলে হবেন লাখপতি!

রাম মন্দির,Ram Mandir,রামলালা,Ramlala,উপহার,Gifts,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

৬)  লখনউয়ের এক সব্জি বিক্রেতা অযোধ্যার রাম মন্দিরের জন্য তৈরী করেছেন একইসঙ্গে আটটি দেশের সময় প্রদর্শনকারী একটি বিশেষ ঘড়ি। ওই ঘড়িতে ভারত সহ এক সঙ্গে মোট ৮টি দেশের সময় দেখা যায়। যা ইতিমধ্যেই বসানো হয়েছে মন্দির চত্বরে।

৭) হায়দ্রাবাদ থেকে একজন শেফ নিজের ভক্তি এবং ভালোবাসা স্বরূপ পাঠিয়েছেন ১,২৬৫ কেজি ওজনের একটি বিশাল লাড্ডু।

৮) বাবার স্বপ্ন পূরণ করতেই হায়দরাবাদ থেকে অযোধ্যা পর্যন্ত ৮০০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে ভগবান রামের জন্য মাথায় করে স্বর্ণ পাদুকা নিয়ে এসেছিলেন রামভক্ত চল্লা শ্রীনিবাস শাস্ত্রী।

রাম মন্দির,Ram Mandir,রামলালা,Ramlala,উপহার,Gifts,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

৯) প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার অশোক উদ্যান থেকে এসেছে ‘সীতা এলিয়া শিলা’ এবং ভগবান রামের জন্য ‘চরণ পাদুকা’।

১০) বিদেশের কথা বললে সেই সুদূর থাইল্যান্ড থেকে এসেছে সেদেশের পবিত্র নদীর জল ও মাটি।

১১) তামিলনাড়ু থেকে এসেছে সিল্কের বিছানার চাদর, আবার উত্তরপ্রদেশের আলিগড় থেকে এসেছে একটি বিশাল তালা। এটি মূলত প্রতীকী হিসাবে পাঠানো হয়েছে।