Investment

Papiya Paul

Investment: মাসে মাসে ইনভেস্ট করুন মাত্র ৫০০ টাকা, এই ৪ স্কিমে বিনিয়োগ করলে হবেন লাখপতি!

নিউজশর্ট ডেস্কঃ শুধু রোজগার নয়, এর সাথেই প্রত্যেক মাসে সঞ্চয় করা একান্ত প্রয়োজন। তাহলে ভবিষ্যতে টাকা-পয়সার জন্য আর চিন্তা করতে হবে না। কিন্তু সঞ্চয়ের কথা উঠলেই কোথায় বিনিয়োগ(Investment) করবেন এই চিন্তা সকলেই করে থাকেন। বিনিয়োগের ক্ষেত্রে সকলে মনে করেন যে বড় অংকের টাকা ইনভেস্ট করতে হয়। এই তথ্য একেবারেই যুক্তিযুক্ত নয়।

   

আপনি আপনার সুবিধা অনুযায়ী অল্প অল্প টাকা সঞ্চয় করে মোটা টাকার ফান্ড তৈরি করতে পারেন এবং অল্প অল্প টাকা বিভিন্ন স্কিমে বিনিয়োগ করতে পারেন। আবার যখন আপনার আয় বাড়বে তার সঙ্গে বিনিয়োগের টাকার পরিমানও বাড়াতে পারেন। এমন অনেক স্কিম রয়েছে যেখানে মাত্র ৫০০ টাকা বিনিয়োগ দিয়ে শুরু করা যায় এবং পরবর্তীকালে লাখ টাকা পর্যন্ত উপার্জন করা যায়। আজকের এই প্রতিবেদনে বিনিয়োগের ক্ষেত্রে এমনই কিছু স্কিম সম্পর্কে আপনাদেরকে জানানো হলো-

১) SIP: এসআইপির মাধ্যমে আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন। তবে এটি যেহেতু মার্কেট লিংক হয়, তাই এখানে রিস্ক থাকে। আপনার যদি রিস্ক নেওয়ার ক্ষমতা থাকে তাহলে এখানে টাকা বিনিয়োগ করলে কম সময়ের মধ্যে মোটা টাকা রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষজ্ঞদের মতে এসআইপিতে ১২ শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এখানে আপনি আপনার দরকার অনুযায়ী বিনিয়োগের টাকা বাড়াতে পারবেন। আর বিনিয়োগের অর্থ বাড়লে আপনার রিটার্ন এর ক্ষেত্রেও মোটা টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ধরা যাক আপনি ৫০০ টাকা করে ১৫ বছরের জন্য টাকা রাখলে ১২ শতাংশ হিসাবে আপনি রিটার্ন পাবেন ২ লক্ষ ৫২ হাজার ৫৮৮ টাকা। আর যদি ২০ বছর টাকা রাখেন তাহলে রিটার্ন পাবেন ৪ লক্ষ ৯৯ হাজার ৫৭৪ টাকা।

আরও পড়ুন: Investment: মাসে ৩০ হাজার কামিয়ে কোটিপতি হওয়ার ইচ্ছে! জেনে নিন কোথায় কিভাবে ইনভেস্ট করবেন?

২) PPF: এক্ষেত্রে রিস্ক ছাড়া যদি আপনি বিনিয়োগ করতে চান তাহলে পিপিএফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপশন। এটি একটি সরকারি স্কিম যেখানে মাত্র ৫০০ টাকা দিয়ে আপনি ইনভেস্ট করতে পারবেন। বর্তমানে এই স্কিমে ৭.১ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এখানে আপনি ৫০০ টাকা জমা রাখলে ১৫ বছর পর পেয়ে যাবেন ১ লক্ষ ৬২ হাজার ৭২৮ টাকা। আর ২০ বছর পর রিটার্ন পাবেন ২ লক্ষ ৬৬ হাজার ৩৩২ টাকা।

৩) SSY- আপনার যদি কন্যা সন্তান হয়ে থাকে তাহলে অবশ্যই সুকন্যা সমৃদ্ধি যোজনায় অর্থ বিনিয়োগ করতে পারেন। মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সরকারের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ যোজনা চালু করা হয়েছিল। বছরে কমপক্ষে ২৫০ টাকা বিনিয়োগ করা যায়। এখানে সুদ দেওয়া হচ্ছে ৮.২ শতাংশ। যদি প্রত্যেক মাসে ৫০০ টাকা করে ১৫ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে ৯০০০০ টাকা হয়। ১৫-২১ বছরের মধ্যে কোন অর্থ বিনিয়োগ না করলেও আপনার একাউন্টে সুদ জমা হতে থাকবে। ম্যাচিউরিটির সময় আপনি পেয়ে যাবেন ২ লক্ষ ৭৭ হাজার ১০৩ টাকা।

আরও পড়ুন: Investment: নেই কোনো রিস্ক, মিলবে ট্যাক্স ছাড়, মাসে ৫০০০ টাকা বিনিয়োগে ম্যাচিউরিটিতে পাবেন ২৬ লাখ টাকা!

৪) পোস্ট অফিস RD: এক্ষেত্রে বিনিয়োগের আরেকটি গুরুত্বপূর্ণ অপশন হলো পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট। এখানে বর্তমানে ৬.৭ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। মাত্র ১০০ টাকা থেকে বিনিয়োগ করা যাবে।