নিউজশর্ট ডেস্কঃ বাজেট ঘোষণা হওয়ার পর থেকেই হু হু করে কমেছে সোনার দাম। আজও সেই ট্রেন্ড বজায় থাকল। মঙ্গল, বুধের পর বৃহস্পতিবারও কমল সোনালী ধাতুর দাম। যদিও এতে শেয়ার বাজারে খারাপ প্রভাব পড়ছে , তবে সোনার দাম কমতে খুশি আমজনতা। কারণ বাঙালির কাছে যে কোনো শুভ অনুষ্ঠান মানেই সোনার জিনিস দেওয়ার একটা প্রচলন আছে। চলুন জেনে নেওয়া যাক আজকের সোনার দাম।
কলকাতায় সোনার দাম
বিনিয়োগ হোক বা শুভ কাজ সোনা সর্বদাই কেনা হয়ে থাকে। তাই একদিনও দাম কমলে সেটা খুশির খবরে পরিণত হয়ে যায় ক্রেতাদের জন্য। যেমনটা জানা যাচ্ছে বৃহস্পতিবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৬৬০০০ টাকা। আর যদি আপনি ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে ১০ গ্রামের জন্য ৬৯৪৫০ টাকা খরচ করতে হবে।
কতটা সস্তা হয়েছে সোনা?
হলমার্ক যুক্ত পাকা সোনা থেকে শুরু করে খুচরো সোনা সবেরই দাম কমেছে। GST ও TDS বাদ দিলে গতকাল অর্থাৎ বুধবারের তুলনায় ১০ গ্রাম সোনার দাম প্রায় ৪৫০ টাকা কমেছে। একটানা তিন দিন ধরেই দাম কমছে। তবে আগামী দিনে আবারও দাম বেড়ে যাবে বলেই মনে করা হচ্ছে। তাই বর্তমানে সোনার জিনিস বিক্রিতে বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
আরও পড়ুনঃ বিজ্ঞান চর্চায় বাংলার জয়! দেশের সেরা বিজ্ঞানীদের তালিকায় ৪ বাঙালি, কারা জানেন?
রুপার দাম
সোনার পাশাপাশি আরও একটি মূল্যবান ধাতু হল রুপা। আজ অর্থাৎ বৃহস্পতিবার কলকাতায় GST ও TDS বাদে খুচরো রুপোর দাম ৭৯৫০০ টাকা প্রতি কেজি। আর রুপোর বাট কিনতে হলে ৭৯৪০০ টাকা প্রতিকেজি হিসাবে কেনা যাবে। রুপার দামও বিগত কয়েক দিনে কিছুটা কমেছে। ৬ ই অগাস্ট মঙ্গলবারের তুলনায় বৃহস্পতিবার ১৪৫০ টাকা সস্তা হয়েছে রুপা।