নিউজশর্ট ডেস্কঃ কথায় বলে সোনা সৌভাগ্যের লক্ষণ। সেই কারণে হলুদ ধাতুর প্রতি মানুষের আকর্ষণ চিরকালের। তাছাড়া বিপদে টাকা পয়সা না থাকলেও সোনা থাকলেই নিশ্চিন্ত হওয়া যায়। প্রতি বছরই সোনার দাম বেড়েই চলেছে, তাই বিনিয়োগের জন্যও অনেকে সোনা কিনে থাকেন। এবছর বাজেট পেশ হওয়ার পর হাসি ফুটেছিল মধ্যেমিত্তের মুখে। কারণ বাজেট আসার পর থেকেই কমেছিল সোনার দাম। তবে সে সুখ আর দীর্ঘস্থায়ী হল না।
আজ কলকাতায় সোনার দাম
আজ অৰ্থাৎ সোমবারেই বাড়ল সোনার দাম। মাঝে কয়েকদিন একনাগাড়ে দাম কমেছিল। তবে এবার তাতে ইতি ঘটল। আজ ১২ ই অগাস্ট কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬৪৭০০ টাকা। যেটা গতকালের তুলনায় ২৫০ টাকা বেশি।
আপনি যদি আজ ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে ১০ গ্রামের জন্য ৭০৫৮০ টাকা খরচ করতে হবে। যেটা গতকাল অর্থাৎ ১১ই আগস্টের তুলনায় ২৭০ টাকা বেশি। আশা করা হচ্ছে আগামী দিনে সোনার দাম প্রায় ৮২০০০ টাকা ভরি হয়ে যেতে পারে। তাই যাঁরা সোনা কিনতে চান তারা এই সময় কম দাম থাকাকালীন কিনে নিতে পারেন।
আরও পড়ুনঃ ভবিষ্যৎ হবে সুরক্ষিত! ৫ কোটি টাকার দুর্দান্ত ইন্স্যুরেন্স প্ল্যান লঞ্চ করল LIC
আজ কলকাতায় রুপার দাম
সোনার পরেই যে ধাতু সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হল রুপা। রুপালি এই ধাতু আজ কলকাতায় ৮২৫০০ টাকা প্রতি কেজি হিসাবে বিক্রি হচ্ছে। গতকাল ১ কেজি রুপার দাম ছিল ৮৮১০০ টাকা। অর্থাৎ গতকালের তুলনায় আজ দাম কমেছে ৫৬০০ টাকা।