পার্থ মান্নাঃ গতকাল ছিল মহালয়া, তাই দুর্গাপুজোর মরশুম শুরু হয়ে গিয়েছে বলা যেতেই পারে। উৎসবের মরশুম শুরু হতেই রমরমিয়ে চলছে কেনাকাটা। জামা কাপড় তো বটেই সাথে বিক্রি বেড়েছে সোনারও। এমনিতে সারাবছরই সোনার ডিমান্ড থাকে কারণ একদিকে যেমন এটা শুভ বলে মানা হয় তেমনি বিনিয়োগের জন্যও সোনার তুলনা হয় না। তবে আজ যদি আপনার সোনা কেনার প্ল্যান থাকে তাহলে খরচ হবে কত? চলুন দেখে নেওয়া যাক আজকে কলকাতার সোনা ও রুপার রেট।
আজ কলকাতায় সোনার দাম
আপনি যদি আজ কলকাতায় ২২ ক্যারেট সোনা কিনতে চান তাহলে ১ গ্রামের জন্য ৭১০১ টাকা খরচ করতে হবে। অর্থাৎ ১০ গ্রাম বা ১ ভরী সোনার জন্য ৭১ হাজার ০১০ টাকা খরচ করতে হবে। আর ১০০ গ্রামের জন্য ৭ লক্ষ ১০ হাজার ১০০ টাকা খরচ করতে হবে। গতকালের তুলনায় আজ সোনার দাম ১০ গ্রামে ১০ টাকা ও একশো গ্রামের জন্য ১০০ টাকা বেড়েছে।
অবশ্য যদি একেবারে খাঁটি অর্থাৎ ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে আরেকটু বেশি খরচ হবে। ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার আজকের দাম ৭৭৪৬ টাকা। অর্থাৎ এক ভরী বা ১০ গ্রামের দাম পড়বে ৭৭ হাজার ৪৬০ টাকা। আর ১০০ গ্রামের দাম পড়বে ৭ লক্ষ ৭৪হাজার ৬০০ টাকা। এক্ষেত্রেও বিগত ২৪ ঘন্টায় দশ গ্রামের দাম ১০ টাকা ও ১০০ গ্রামের দাম ১০০ টাকা বেড়েছে।
তবে সস্তাতেও সোনা কেনা যেতেই পারে। সেক্ষেত্রে আপনাকে ১৮ ক্যারেন সোনা নিতে হবে। আজ এই সোনার এক গ্রামের জন্য আপনার খরচ হবে ৫৮১০ টাকা। দশ গ্রামের জন্য লাগবে ৫৮ হাজার ১০০ টাকা ও ১০০ গ্রামের জন্য খরচ হবে ৫ লক্ষ ৮১ হাজার টাকা। এক্ষেত্রেও দাম কমেছে তবে নামমাত্র। ১০ গ্রামের জন্য ১০ টাকা ও ১০০ গ্রামের জন্য ১০০ টাকা দাম বেড়েছে।
আজ কলকাতায় রুপার দাম
সোনার পর যে ধাতুর চাহিদা সবচেয়ে বেশি সেটা হল রুপা। সাধারণ ও মধ্যবিত্তের বাজেটের মধ্যে হওয়ার দরুন রুপার বিক্রিও হচ্ছে বেশ ভালো। তাছাড়া আজকাল রুপার গহনাও বেশ ফ্যাশনেবল হয়েছে। তাই আজ যদি আপনি রুপা কেনার কথা ভেবে থাকেন হলে ১০ গ্রামের জন্য আপনার দাম পড়বে ৯৪৯ টাকা। অর্থাৎ ১০০ গ্রামের দাম হচ্ছে ৯৪৯০ টাকা। আজ কলকাতায় রুপা ৯৪,৯০০ টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে।