পার্থ মান্নাঃ সোনার দাম যে ম্যারাথনে নাম লিখিয়েছে। ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। যদিও তাতে ক্রেতাদের ভিড় কিন্তু কমছে না। কারণ বিশেষজ্ঞদের মতে আরও অনেকটাই বাড়তে পারে সোনার দাম যার জেরে উৎসবের মরশুমের আগেই কেনাকাটি সেরে ফেলতে চাইছেন সকলে। আপনিও কি আজ সোনা কেনার প্ল্যান করছেন? তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ কলকাতায় সোনা রুপার রেট চলছে কত?
আজ কলকাতায় সোনার দাম
আজ কি আপনি সোনা কেনার কথা ভাবছেন? তাহলে ২২ ক্যারেট সোনার ১ গ্রামের জন্য ৭১০০ টাকা লাগবে। যার অর্থ ১০ গ্রামের জন্য ৭১,০০০ ও ১০০ গ্রামের জন্য ৭ লক্ষ ১০ হাজার টাকা লাগবে। সোনার দাম গতকালের তুলনায় দশ গ্রামে ৪০০ টাকা বেড়েছে।
তবে আপনি যদি একেবারে খাঁটি অর্থাৎ ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে প্রতি গ্রামের জন্য ৭৭৪৫ টাকা দিতে হবে। এর মানে ১০ গ্রাম বা এক ভরী সোনার জন্য ৭৭ হাজার ৪৫০ টাকা খরচ হবে। এক্ষেত্রেও দাম গতকালের তুলনায় দশ গ্রামের জন্য ৪৩০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৪ ৩০০ টাকা বেড়ে গিয়েছে।
অবশ্য চাইলে কম দামেও সোনা পেতেই পারেন। সেক্ষেত্রে আপনাকে ১৮ ক্যারেট সোনা নিতে হবে। আজ যদি ১ গ্রাম ১৮ ক্যারেট সোনা কিনতে চান তাহলে ৫৮০৯ টাকা খরচ হবে। অর্থাৎ ১০ গ্রামের যে অন্য ৫৮০৯০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৫ লক্ষ ৮০ হাজার ৯০০ টাকা খরচ পড়বে। এক্ষেত্রেও ১০ গ্রামের জন্য ৩ ২ ০ টাকা ও ১ ০ ০ গ্রামের জন্য ৩ ২ ০ ০ টাকা দাম বেড়েছে।
আজ কলকাতায় রুপার দাম
যেহেতু সোনার দাম হু হু করে বাড়ছে তাই অনেকেই আজকাল রুপা রগহনা বানানোর দিকে ঝুঁকছেন। রুপার গহনা যেমন দেখতে সুন্দর তেমনি খরচও লাগে অনেকটাই। কম। আজ যদি আপনি কলকাতায় রুপার গহনা বানাতে চান তাহলে আপনাকে ১০০ গ্রামের জন্য ৯৬০ টাকা ও ১ কেজির জন্য ৯৬০০০ টাকা খরচ করতে হবে।