পার্থ মান্নাঃ উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। একদিকে যেমন মানুষ দুর্গোৎসবের আনন্দে মেতেছেন তেমনি শুরু হয়েছে কেনাকাটিও। অনেকেই এই সময় সোনার গহনা কিনতে পছন্দ করেন। যদিও সোনার দাম প্রতিদিন বেড়েই চলেছে তবে তাতে বিক্রির উপর খুব বেশি প্রভাব পড়েনি। তাছাড়া বিশেষজ্ঞদের মতে সোনার দাম খুব শীঘ্রই হয়তো ৮০,০০০ টাকা ভরী পেরিয়ে যেতে পারে। তাই বা বিনিয়োগের দিক থেকেও সোনা বেশ লাভবান। তাই আজ যদি আপনি সোনা কিনতে চান তাহলে কত টাকা খরচ হবে? চলুন দেখে নেওয়া যাক আজ কলকাতায় সোনা ও রুপার দাম কত।
আজ কলকাতায় সোনার দাম
আজকে যদি আপনি সোনা ২২ ক্যারেট সোনা কেনার কথা ভেবে থাকেন তাহলে ১ গ্রামের জন্য আপনার খরচ হবে ৭১০০ টাকা। অর্থাৎ দশ গ্রাম বা এক ভরী সোনার জন্য লাগবে ৭১ হাজার ০০০ টাকা ও ১০০ গ্রাম সোনার জন্য খরচ হবে ৭ লক্ষ ১০ হাজার টাকা। তবে সুখবর হল এটাই যে বিগত ২৪ ঘন্টায় সোনার দামের কোনো পরিবর্তন হয়নি।
তবে যদি একেবারে খাঁটি অর্থাৎ ২৪ ক্যারেট সোনা কিনতে চান সেক্ষেত্রে খরচ আরও কিছুটা বাড়বে। ১ গ্রাম ২৪ ক্যারেট সোনা কিনতে চাইলে খরচ হবে ৭৭৪৫ টাকা। অর্থাৎ এক ভরী বা ১০ গ্রাম সোনার জন্য ৭৭ হাজার ৪৫০ টাকা খরচ হবে। আর ১০০ গ্রাম সোনার জন্য ৭ লক্ষ ৭৪ হাজার ৫০০ টাকা খরচ হবে। তবে এক্ষেত্রেও দামের কোনো পরিবর্তন হয়নি শেষ ২৪ ঘন্টায়।
এই দুই ধরণের সোনা ছাড়াও আরও একটি অপশন রয়েছে। কম দামে সোনা কিনতে চাইলে ১৮ ক্যারেট সোনা কিনতে পারেন। সেক্ষেত্রে প্রতি গ্রামের জন্য ৫৮০৯ টাকা খরচ হবে। অর্থাৎ ১০ গ্রামের জন্য ৫৮ হাজার ০৯০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৫ লক্ষ ৮০ হাজার ৯০০ টাকা লাগবে। এক্ষেত্রেও দামের কোন পরিবর্তন হয়নি আজ।
আজ কলকাতায় রুপার দাম
সোনার পর সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে যে ধাতু সেটি হল রুপা। আজকাল অনেকেই রুপার গহনা বানাতে পছন্দ করছেন। তাই আপনি যদি আজ কলকাতায় রুপা কিনতে চান তাহলে আপনাকে দশ গ্রামের জন্য ৯৬০ টাকা খরচ করতে হবে। অর্থাৎ আজ কলকাতায় রুপা ৯৬,০০০ টাকা কেজি বা একশো গ্রাম ৯৬০০ টাকায় বিক্রি হচ্ছে।