পার্থ মান্নাঃ শীত, গ্রীষ্ম, বর্ষা সারাবছরই সোনার চাহিদা থাকে উর্ধমুখী। একদিকে যেমন উপহারে শুভ বলে গণ্য হয় তেমনি বিনিয়োগের জন্যও সোনা মানুষের প্রথম পছন্দ বলা যেতে পারে। তাছাড়া সামনেই বিয়ের সিজেন, তাই উপহার দেওয়ার জন্য দাম কম থাকতেই কিনে রাখা ভালো। আজ ১০ই নভেম্বর কত চলছে দাম? চলুন দেখে নেওয়া যাক কলকাতায় সোনা ও রুপার রেট।
আজ ২২ ক্যারেট সোনার দাম
আজকে যদি আপনি কলকাতায় ২২ ক্যারেট সোনা কিনতে চান তাহলে এক গ্রামের জন্য ৭২৭৫ টাকা খরচ করতে হবে। অর্থাৎ ১০ গ্রাম সোনা কিনতে হলে ৭২ হাজার ৭৫০ টাকা খরচ করতে হবে। আর ১০০ গ্রাম সোনা কিনতে চাইলে ৭ লক্ষ ২৭ হাজার ৫০০ টাকা খরচ হবে। বিগত ২৪ ঘন্টায় দামের কোনো পরিবর্তন হয়নি।
আজ ২৪ ক্যারেট সোনার দাম
আপনি যদি একেবারে খাঁটি সোনা কিনতে চান তাহলে ২৪ ক্যারেট সোনা কিনতে হবে। এক্ষেত্রে প্রতি গ্রামের দাম পড়বে ৭৯৩৬ টাকা। সেই হিসাবে ১০ গ্রামের জন্য ৭৯ হাজার ৩৬০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৭ লক্ষ ৯৩ হাজার ৬০০ টাকা খরচ হবে। গতকালের তুলনায় আজ সোনার দামের কোনো বদল হয়নি।
আজ ১৮ ক্যারেট সোনার দাম
যদি সস্তায় সোনা কিনতে চান তাহলে আপনাকে ১৮ ক্যারেট সোনা কিনতে হবে। এক্ষেত্রে এক গ্রামের জন্য ৫৯৫২ টাকা খরচ হবে। অর্থাৎ ১০ গ্রামের জন্য ৫৯ হাজার ৫২০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৫ লক্ষ ৯৫ হাজার ২০০ টাকা দাম পড়বে। তবে এক্ষেত্রেও দামের কোনো পরিবর্তন হয়নি।
আজ কলকাতায় রুপার দাম
বাড়তে থাকা সোনার দামের জেরে অনেকেই আজকাল সোনা ছেড়ে রুপা কিনতে পছন্দ করছেন। আপনিও কি রুপা কিনতে চান? তাহলে আজ কলকাতায় ১০ গ্রাম রুপার জন্য ৯৪০ টাকা ও ১০০ গ্রাম রুপার জন্য ৯৪০০ টাকা খরচ হবে। অর্থাৎ আজকে কলকাতায় রুপা ৯৪,০০০ টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে।