পার্থ মান্নাঃ আর মাত্র কিছুদিন পরেই দুর্গাপুজো। উৎসবের মরশুমে অনেকেই জামাকাপড় কেনাকাটার পাশাপাশি গয়নাও কিনছেন। এমাসের শুরুতে সোনার দাম বেশ খানিকটা কমেও ছিল। কিন্তু তারপর হু হু করে বেড়ে রেকর্ড করেছে হলুদ ধাতুর দাম। তবে সুখবর হল আজ কিছুটা পড়েছে সোনার দাম। তাই আজকে কিনতে যেতেই পারেন। তবে তার আগে দেখে নিন আজ কলকাতায় সোনা রুপার রেট কত চলছে।
আজ কলকাতায় সোনার দাম
আপনি যদি আজ কলকাতায় ২২ ক্যারেট সোনা কিনতে চান তাহলে ১ গ্রামের জন্য ৭০৯৫ টাকা খরচ করতে হবে। অর্থাৎ ১০ গ্রাম বা ১ ভরী সোনার জন্য ৭০ হাজার ৯৫০ টাকা খরচ করতে হবে। আর ১০০ গ্রামের জন্য ৭ লক্ষ ৯ হাজার ৫০০ টাকা খরচ করতে হবে। গতকালের তুলনায় আজ সোনার দাম ১০ গ্রামে ৫০ টাকা ও একশো গ্রামের জন্য ৫০০ টাকা কমেছে।
অবশ্য যদি একেবারে খাঁটি অর্থাৎ ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে আরেকটু বেশি খরচ হবে। ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার আজকের দাম ৭৭৪০ টাকা। অর্থাৎ এক ভরী বা ১০ গ্রামের দাম পড়বে ৭৭ হাজার ৪০০ টাকা। আর ১০০ গ্রামের দাম পড়বে ৭ লক্ষ ৭ ৪ হাজার টাকা। এক্ষেত্রেও বিগত ২৪ ঘন্টায় দশ গ্রামের দাম ৫০ টাকা ও ১০০ গ্রামের দাম ৫০০ টাকা কমেছে।
তবে সস্তাতেও সোনা কেনা যেতেই পারে। সেক্ষেত্রে আপনাকে ১৮ ক্যারেন সোনা নিতে হবে। আজ এই সোনার এক গ্রামের জন্য আপনার খরচ হবে ৫৮০৫ টাকা। দশ গ্রামের জন্য লাগবে ৫৮ হাজার ০৫০ টাকা ও ১০০ গ্রামের জন্য খরচ হবে ৫ লক্ষ ৮০ হাজার ০৫০ টাকা। এক্ষেত্রেও দাম কমেছে তবে নামমাত্র। ১০ গ্রামের জন্য ৪০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৪০০ টাকা।
আরও পড়ুনঃ দিনে মাত্র ৩০ টাকা দিয়েই রিটার্ন ৪ লক্ষ, টাকা জমানোর সেরা প্ল্যান আনল LIC
আজ কলকাতায় রুপার দাম
সোনার পর যে ধাতুর চাহিদা সবচেয়ে বেশি সেটা হল রুপা। সাধারণ ও মধ্যবিত্তের বাজেটের মধ্যে হওয়ার দরুন রুপার বিক্রিও হচ্ছে বেশ ভালো। তাছাড়া আজকাল রুপার গহনাও বেশ ফ্যাশনেবল হয়েছে। তাই আজ যদি আপনি রুপা কেনার কথা ভেবে থাকেন হলে ১০ গ্রামের জন্য আপনার দাম পড়বে ৯৫০ টাকা। অর্থাৎ ১০০ গ্রামের দাম হচ্ছে ৯৫০০ টাকা। আজ কলকাতায় রুপা ৯৫,০০০ টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে।