পার্থ মান্নাঃ রাত পোহালেই লক্ষীপুজো। এই সময় স্বর্ণ ব্যবসায়ীদের দোকানে ভিড় বেড়ে যায়। কারণ সোনা একদিকে যেমন শুভ বলে মনে করা হয় তেমনি সোনা বিনিয়গের দিক থেকেও বেশ লাভের। তাই আজ যদি আপনি সোনার কেনার প্ল্যান করেন তাহলে সোনার দাম সম্পর্কে ধারণা নেওয়া উচিত। চলুন দেখে নেওয়া যাক আজকে কলকাতায় বিভিন্ন ধরণের সোনা ও রুপার রেট কত চলছে।
আজ কলকাতায় সোনার দাম
আজকে যদি আপনি সোনা কেনার কথা ভাবেন তাহলে ২২ ক্যারেট ১ গ্রাম সোনার জন্য আপনাকে ৭০৯৫ টাকা খরচ করতে হবে। অর্থাৎ ১০ গ্রাম বা এক ভরী সোনার জন্য ৭০ হাজার ৯৫০ টাকা খরচ করতে হবে। আর একশো গ্রামের জন্য ৭ লক্ষ ৯ হাজার ৫০০ টাকা লাগবে। বিগত ২৪ ঘন্টায় সোনার দাম ১০ গ্রামের জন্য ২০০ টাকা ও ১০০ গ্রামের জন্য ২০০০ টাকা কমে গিয়েছে।
তবে যদি একেবারে খাঁটি বা ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে একটু বেশি খরচ হবে। ১ গ্রাম সোনার জন্য ৭৭৪০ টাকা লাগবে। যার অর্থ ১০ গ্রাম সোনা কিনতে হলে ৭৭ হাজার ৪০০ টাকা ও ১০০ গ্রাম সোনা কিনতে চাইলে ৭ লক্ষ ৭৪ হাজার টাকা খরচ করতে হবে। এক্ষেত্রেও গতকালের তুলনায় দাম কিছুটা কমেছে। দশ গ্রামে ২২০ টাকা ও একশো গ্রামে ২২০০ টাকা দাম কমেছে।
অবশ্য যদি সস্তায় সোনা কিনতে চান সেটাও সম্ভব। এক্ষেত্রে আপনাকে ১৮ ক্যারেট সোনা কিনতে হবে। যার একগ্রামের দাম পড়বে ৫৮০৫ টাকা। অর্থাৎ ১ ভরী বা ১০ গ্রামের জন্য ৫ লক্ষ ৮০ হাজার ৫০০ টাকা লাগবে। গত ২৪ ঘন্টায় ১৮ ক্যারেট সোনার দাম দশ গ্রামের জন্য ১৭০ টাকা ও একশো গ্রামের জন্য ১৭০০ টাকা কমেছে।
আজ কলকাতায় রুপার দাম
সোনার যে হারে দাম বাড়ছে তাতে অনেক মধ্যবিত্তরাই সোনার বদলে রুপার গহনা কিনতে বেশি পছন্দ করছেন। সেক্ষেত্রে আপনি যদি আজ রুপা কিনতে চান তাহলে আপনাকে কলকাতায় কেজিপ্রতি রুপার জন্য ৯৬ হাজার ৯০০ টাকা খরচ করতে হবে। অৰ্থাৎ আজকে ১০ গ্রাম রুপার দাম ৯৬৯ টাকা ও ১০০ গ্রামের দাম ৯৬৯০ টাকা।