Gold Price dropped rs 6000 See gold and silver rates today in kolkata

দীপাবলির আগে শেষ সুযোগ! ৬০০০ টাকা সস্তা হল সোনা, দেখুন আজ কলকাতায় ১০ গ্রামে সোনার দাম কত?

পার্থ মান্নাঃ সামনেই দীপাবলি ও ধনতেরস, এই সময় অনেকেই সোনা কিনতে পছন্দ করেন। কারণ সোনা একদিকে যেমন শুভ তেমনি বিনিয়োগের দিক থেকেও সোনা বেশ লাভবান। এই যেমন বিগত কয়েক মাসেই সোনার দাম যে হারে বেড়েছে তাতে অনেকেই চমকে গিয়েছেন। ইতিমধ্যেই ৮০ হাজার ছুঁয়ে রেকর্ড করে ফেলেছে সোনার দাম। তবে আজ একধাক্কায় অনেকটাই পতন হয়েছে সোনার দামে। তাই যারা সোনা কেনার জন্য অপেক্ষা করেছিলেন তারা আজ কিনে ফেলতেই পারেন। আজ কলকাতায় সোনার দাম কত? চলুন দেখে নেওয়া যাক আজকের সোনা ও রুপার রেট।

আজ কলকাতায় সোনার দাম

আজ কলকাতায় যদি আপনি ২২ ক্যারেট গহনা সোনা কিনতে চান তাহলে এক গ্রামের দাম পড়বে ৭২৮৫ টাকা। যার অর্থ ১০ গ্রামের জন্য ৭২ হাজার ৮৫০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৭ লক্ষ ২৮ হাজার ৫০০ টাকা খরচ পড়বে। তবে সুখবর হল এটাই যে দশ গ্রামের জন্য সোনার দাম ৫৫০ টাকা ও একশো গ্রামের জন্য ৫৫০০ টাকা কমেছে।

অবশ্য যদি খাঁটি ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে খরচ আরেকটু বেশি হবে। আজ ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার জন্য ৭৯৪৭ টাকা খরচ পড়বে। সেই হিসাবে ১০ গ্রামের জন্য দাম পড়বে ৭৯ হাজার ৪৭০ টাকা ও ১০০ গ্রামের জন্য দাম পড়বে ৭ লক্ষ ৯৪ হাজার ৭০০ টাকা। এক্ষেত্রেও দশ গ্রামের জন্য ৬০০ টাকা ও একশো গ্রামের জন্য ৬০০০ টাকা দাম কমেছে।

তবে চাইলে সস্তাতেও সোনা কেনা যেতেই পারে, সেক্ষেত্রে ১৮ ক্যারেট সোনা কিনতে হবে। এক্ষেত্রে ১ গ্রাম সোনার জন্য ৫৯৬১ টাকা খরচ হবে। অর্থাৎ ১০ গ্রামের জন্য ৫৯ হাজার ৬১০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৫ লক্ষ ৯৬ হাজার ১০০ টাকা দাম পড়বে। জানলে খুশি হবেন এক্ষেত্রেও সোনার দাম কিছুটা কমেছে। দশ গ্রামের জন্য ৪৫০ টাকা ও একশো গ্রামে ৪৫০০ টাকা কমেছে দাম।

আজ কলকাতায় রুপার দাম

বাড়তে থাকা সোনার দামের জেরে অনেকেই আজকাল গহনার জন্য সোনা ছেড়ে রুপাকে বেছে নিচ্ছেন। তাই আপনিও যদি রুপা কিনতে চান সেক্ষেত্রে ১ লক্ষ ২ হাজার টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে রুপা। অর্থাৎ ১০ গ্রাম রুপা ১০২০ টাকা ও একশো গ্রাম রুপা কিনতে গেলে ১০ হাজার ২০০ টাকা দাম পড়বে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X