পার্থ মান্নাঃ দাম বাড়ুক আর কমুক সোনা কেনার ভিড় আগেও যেমন ছিল এখনও কমবেশি তেমনই রয়ে গিয়েছে। ধনতেরস থেকে কালীপুজো উপলক্ষে অনেকেই সোনা কিনেছেন। তবে উৎসবের মরশুম এখনও জারি রয়েছে, আর সামনেই আসছে বিয়ের সিজেন। তাই আপনি যদি সোনা কেনার প্ল্যান করে থাকেন তাহলে দামটা আগে থেকে জেনে রাখতে পারলে বেশ ভালো হয়। তাই আমরা হাজির কলকাতায় আজকের সোনা ও রুপার দাম নিয়ে।
আজ কলকাতায় সোনার দাম
আজকে যদি আপনি ২২ ক্যারেট সোনা কিনতে চান তাহলে প্রতি গ্রামের জন্য ৭৩৭০ টাকা খরচ হবে। অর্থাৎ ১০ গ্রাম সোনার জন্য ৭৩ হাজার ৭০০ টাকা খরচ পড়বে। আর ১০০ গ্রাম সোনার জন্য ৭ লক্ষ ৩৭ হাজার টাকা খরচ হবে। তবে সুখবর হল মাসের শুরুর দিন থেকেই সোনার দামে পতন লক্ষ্য করা গিয়েছে। আজকেও গতকালের তুলনায় দশ গ্রামে ১৫০ টাকা ও একশো গ্রামের জন্য ১৫০০ টাকা কমেছে সোনার দাম।
অবশ্য ২৪ ক্যারেট খাঁটি সোনার দাম আরেকটু বেশি। আজ ২৪ ক্যারেট এক গ্রাম সোনা কিনতে গেলে কলকাতায় ৮০৪০ টাকা দাম পড়বে। সেই হিসাবে ১০ গ্রামের জন্য ৮০ হাজার ৪০০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৮ লক্ষ ৪ হাজার টাকা দাম পড়বে। তবে এক্ষেত্রেও দশ গ্রামের জন্য ১৬০ টাকা আর একশো গ্রামের জন্য ১৬০০ টাকা দাম কমেছে।
তবে যদি কিছুটা কম দামে সোনা কিনতে চান তাহলে ১৮ ক্যারেট সোনা কিনতে পারেন। এক্ষেত্রে প্রতি গ্রামের জন্য ৬০৩০ টাকা খরচ হবে। অর্থাৎ ১০ গ্রামের জন্য ৬০ হাজার ৩০০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৬ লক্ষ ৩ হাজার টাকা খরচ হবে। সুখবর হল এক্ষেত্রেও দশ গ্রামে ১২০ টাকা ও একশো গ্রামের জন্য ১২০০ টাকা দাম কমেছে।
আজ কলকাতায় রুপার দাম
সোনার দাম যে হারে বেড়ে চলেছে তাতে অনেকেই আজকাল সোনার বদলে রুপার গহনা কিনতে পছন্দ করছেন। সেক্ষেত্রে জানিয়ে রাখি আজ ১০ গ্রাম রুপার জন্য ৯৭০ টাকা ও ১০০ গ্রাম রুপার জন্য ৯৭০০ টাকা খরচ পড়বে।