Gold Price dropped by Rs 12000 see Gold and Silver Price Today in Kolkata

বিয়ের মরশুমে সোনায় সোহাগা! আজ ফের ১২০০০ কমল রেট, কলকাতায় ১০ গ্রাম সোনার দাম কত জানেন?

পার্থ মান্নাঃ সামনেই বিয়ের সিজেন তাই অনেকেই গয়নাগাটি কিনতে সোনার দোকানে ভিড় জমাচ্ছেন। অবশ্য এর সাথে আরও একটা কারণ রয়েছে। বিগত কয়েক দিনে হু হু করে পড়েছে সোনার দাম। অক্টোবর মাসেই যেখানে ২৪ ক্যারেট সোনা ৮০ হাজারের গন্ডি পেরিয়েছিল সেখানে ৭৫ হাজারে নেমে এসেছে দাম।এমনকি আজকেও একধাক্কায় ১২,০০০ টাকা দাম কমেছে। তাই সোনা কেনার প্ল্যান থাকলে চলুন দেখে নেওয়া যাক কলকাতায় সোনা ও রুপার রেট চলছে কত।

আজ কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম

আজকে যদি আপনি কলকাতায় ২২ ক্যারেট সোনা কিনতে চান তাহলে এক গ্রামের জন্য ৬৯৩৫ টাকা খরচ করতে হবে। সেই হিসাবে ১০ গ্রাম সোনার জন্য ৬৯ হাজার ৩৫০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৬ লক্ষ ৯৩ হাজার ৫০০ টাকা খরচ হবে। সুখবর হল গতকালের তুলনায় আজ আরও দাম কমেছে। দশ গ্রামের জন্য ১১০০ টাকা ও একশো গ্রামের জন্য ১১,০০০ টাকা দাম কমেছে।

আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম

অবশ্য যদি খাঁটি সোনা কিনতে চান তাহলে খরচ একটু বেশি হবে। আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার জন্য ৭৫৬৫ টাকা খরচ হবে। অর্থাৎ ১০ গ্রামের জন্য ৭৫ হাজার ৬৫০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৭ লক্ষ ৫৬ হাজার ৫০০ টাকা খরচ হবে। তবে এক্ষেত্রেও দাম কমেছে অনেকটাই, দশ গ্রামের জন্য ১২০০ টাকা ও একশো গ্রামের জন্য ১২,০০০ টাকা দাম কমেছে। যেটা গতমাসের তুলনায় অনেকটাই কম।

আজ কলকাতায় ১৮ ক্যারেট সোনার দাম

কম খরচে সোনা কিনতে চাইলে ১৮ ক্যারেট সোনাই হল সেরা অপশন। এক্ষেত্রে ১ গ্রামের জন্য ৫৬৭৪ টাকা খরচ হবে। অর্থাৎ যদি ১০ গ্রাম কিনতে চান তাহলে ৫ ৬ হাজার ৭৪০ টাকা ও ১০০ গ্রাম কিনতে চাইলে ৫ লক্ষ ৬৭ হাজার ৪০০ টাকা খরচ পড়বে। জানলে খুশি হবেন এক্ষেত্রেও প্রতি দশ গ্রামে ৯০০ টাকা ও একশো গ্রামের জন্য ৯০০০ টাকা দাম কমেছে।

আজ কলকাতায় রুপার দাম

সোনার দাম অনেকটা বেড়ে যাওয়ার ফলে অনেকেই রুপার গহনা কিনতে শুরু করেছিলেন। আপনিও যদি আজ রুপা কেনার কথা ভাবেন তাহলে ১০ গ্রামের জন্য ৮৯৫ টাকা ও ১০০ গ্রামের জন্য ৮৯৫০ টাকা খরচ হবে। অর্থাৎ আজ ৮৯,৫০০ টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে। জানলে খুশি হবেন বিগত ২৪ ঘন্টায় রুপার দামও প্রতি কেজিতে ১৫০০ টাকা কমে গিয়েছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X