পার্থ মান্নাঃ ধনতেরস কালীপূজা থেকে দীপাবলি, বছরের এই সময়টাই অনেকেই সোনা কিনতে পছন্দ করেন। যদিও দাম অনেকটাই বেড়ে গিয়েছে তবে বিশেষ মুহূর্তে সোনা কেনার জন্য স্বর্ণকারের দোকানে ভিড় ছিল চোখে পড়ার মত। আপনিও কি আজ সোনা কেনার কথা ভাবছেন নাকি? তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ কলকাতায় সোনা ও রুপার রেট চলছে কত।
আজ কলকাতায় সোনার দাম
আজকে যদি আপনি সোনা কেনার কথা ভেবে থাকেন তাহলে ২২ ক্যারেট ১ গ্রাম সোনার জন্য ৭৩৮৫ টাকা খরচ পড়বে। সেই হিসাবে ১০ গ্রামের জন্য ৭৩ হাজার ৮৫০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৭ লক্ষ ৩৮ হাজার ৫০০ টাকা খরচ হবে। তবে সুখবর হল এটাই যে গতকালের তুলনায় মাসের শুরুতেই দশ গ্রাম সোনার দাম ৭০০ টাকা ও একশো গ্রামের দাম ৭০০০ টাকা কমে গিয়েছে।
অবশ্য যদি একেবারে খাঁটি ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে আরেকটু বেশি খরচ হবে। ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার জন্য ৮০৫৬ টাকা খরচ করতে হবে। অর্থাৎ ১০ গ্রামের জন্য ৮০ হাজার ৫৬০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৮ লক্ষ ৫ হাজার ৬০০ টাকা খরচ হবে। তবে এক্ষেত্রেও দশ গ্রামের জন্য ৭৭০ টাকা ও একশো গ্রামের ৭৭০০ টাকা দাম কমেছে।
তবে এখনও যদি একটু সস্তায় সোনা কিনতে চান তাহলে ১৮ ক্যারেট সোনা কিনতে হবে। আজ ১ গ্রাম আঠেরো ক্যারেট সোনার জন্য ৬০৪২ টাকা খরচ হবে। সেই হিসাবে ১০ গ্রামের জন্য ৬০ হাজার ৪২০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৬ লক্ষ ৪ হাজার ২০০ টাকা খরচ পড়বে। তবে এক্ষেত্রেও কিছুটা দাম কমেছে। আজ দশ গ্রামের জন্য ৫৮০ টাকা ও একশো গ্রামের জন্য ৫৮০০ টাকা দাম কমেছে।
আজ কলকাতায় রুপার দাম
সোনার পর যে ধাতুর চাহিদা সবচেয়ে বেশি সেটা হল রুপা। আজকাল সোনার দাম বেড়ে যাওয়ায় অনেকেই রুপা কিনতে চাইছেন। আজ যদি কলকাতায় রুপা কিনতে চান তাহলে দশ গ্রামের জন্য ৯৯৯ টাকা ও ১০০ গ্রামের জন্য ৯৯৯০ টাকা খরচ পড়বে। অর্থাৎ আজ কলকাতায় রুপা ৯৯ হাজার ৯০০ টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে।