পার্থ মান্নাঃ কথাতেই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তাই দুর্গাপুজো, দীপাবলির শেষ হলেও উৎসব কিন্তু শেষ হয়নি। আজ থেকেই যেমন শুরু হচ্ছে ছট পুজো তেমনি সামনেই বিয়ের মরশুম। তাই এই সময় উপহার দেওয়ার জন্য অনেকেই সোনা কিংবা রুপা কিনে থাকেন। এর জন্য আগে থেকে দাম জানা থাকলে অনেকটাই সুবিধা হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ কলকাতায় বাড়ল নাকি কমল সোনা ও রুপার দাম?
আজ কলকাতায় সোনার দাম
আজকে যদি কলকাতায় আপনি সোনা কিনতে চান তাহলে ২২ ক্যারেট ১ গ্রাম সোনার জন্য ৭৩৬৫ টাকা খরচ হবে। সেই হিসাবে ১০ গ্রাম সোনা কিনতে হলে ৭৩ হাজার ৬৫০ টাকা ও ১০০ সোনার জন্য ৭ লক্ষ ৩৬ হাজার ৫০০ টাকা খরচ হবে। তবে গতকালের তুলনায় আজ দশ গ্রাম সোনার দাম ১০০ টাকা ও একশো গ্রাম সোনার দাম ১০০০ টাকা বেড়ে গিয়েছে।
এবার যদি আপনি আরও খাঁটি বা ২৪ ক্যারেট সোনা কিনতে চান আহলে প্রতি গ্রামের জন্য ৮০৩৫ টাকা খরচ হবে। অর্থাৎ ১০ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম পড়বে ৮০ হাজার ৩৫০ টাকা ও ১০০ গ্রামের দাম হবে ৮ লক্ষ ৩ হাজার ৫০০ টাকা। এক্ষেত্রেও কালকের তুলনায় দশ গ্রামের জন্য ১১০ টাকা ও একশো গ্রামের জন্য ১১০০ টাকা বেড়ে গিয়েছে।
তবে যদি কম টাকায় সোনা কিনতে চান তাহলে ১৮ ক্যারেট সোনা কিনতে হবে। এক্ষেত্রে এক গ্রামের জন্য ৬০২৬ দাম পড়বে। সেই হিসাবে ১০ গ্রামের জন্য ৬০ হাজার ২৬০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৬ লক্ষ ২ হাজার ৬০০ টাকা দাম পড়বে। তবে এক্ষেত্রেও দাম কিছুটা বেড়ে গিয়েছে আজ ১৮ ক্যারেট সোনা কিনতে হলে দশ গ্রামের জন্য ৮০ টাকা ও একশো গ্রামের জন্য ৮০০ টাকা বেশি খরচ করতে হবে।
আজ কলকাতায় রূপার দাম
সোনার পর যে ধাতুর চাহিদা সবচেয়ে বেশি সেটা হল রুপা। অনেকেই আজকাল সোনার দাম অনেকটা বেড়ে যাওয়ার কারণে রুপা কিনতে পছন্দ করছেন। আপনিও যদি তাদের মধ্যে একজন হন তাহলে আজ কলকাতায় ৯৬০০০ টাকা কেজি হিসাবে সোনা কিনতে হবে। অর্থাৎ দশ গ্রামের দাম ৯৬০ টাকা ও একশো গ্রামের দাম ৯৬০০ টাকা পড়বে।