পার্থ মান্নাঃ দুর্গাপুজো উপলক্ষে কমবেশি কিছু লোকে সোনা কিনছেন। যদিও সোনার দাম এখন অনেকটাই বেড়ে গিয়েছে তবে প্রতিদিনইই একটু হলেও ওঠা নামা করে। তাছাড়া বিনিয়োগকারীদের প্রথম পছন্দই হল সোনা। কারণ এটার দাম ভবিষ্যতে বাড়বে একপ্রকার নিশ্চিত করে বলে দেওয়াই যায়। আজ অষ্টমীতে কলকাতায় সোনা কিনতে চাইলে আপনাকে কত টাকা খরচ করতে হবে? চলুন দেখে নেওয়া যাক সোনা ও রুপার আজকের রেট।
আজ কলকাতায় সোনার দাম
আজকে যদি আপনি কলকাতায় সোনা কিনতে চান তাহলে ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের জন্য খরচ হবে ৭০৯৫ টাকা। অর্থাৎ ১০ গ্রাম বা ১ ভরীর জন্য ৭০ হাজার ৯৫০ টাকা লাগবে আর ১০০ গ্রামের জন্য ৭ লক্ষ ৯ হাজার ৫০০ টাকা খরচ হবে। বিগত ২৪ ঘন্টায় ২২ ক্যারেট সোনার দাম দশ গ্রামের জন্য ৭০০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৭০০০ টাকা বেড়ে গিয়েছে।
তবে যদি আপনি একেবারে খাঁটি সোনা কিনতে চান তাহলে আপনাকে ২৪ ক্যারেট সোনা কিনতে হবে। সেক্ষেত্রে এক গ্রামের দাম পড়বে ৭৭৪০ টাকা। অর্থাৎ দশ গ্রামের জন্য ৭৭ হাজার ৪০০ টাকা ও ১০০ গ্রাম সোনার জন্য ৭ লক্ষ ৭ ৪ হাজার ১ ০ ০ টাকা খরচ করতে হবে। এক্ষেত্রেও প্রতি দশ গ্রামের জন্য ৭ ৬ ০ টাকা দাম বেড়েছে আর একশো গ্রামের জন্য ৭ ৬ ০ ০ টাকা দাম বেড়েছে।
অবশ্য চাইলে সস্তাতেও সোনা কিনতেই পারেন। সেক্ষেত্রে আপনাকে ১৮ ক্যারেট সোনা কিনতে হবে। আজ কলকাতায় ১ গ্রাম ১৮ ক্যারেট সোনা কিনতে গেলে ৫৮০৫ টাকা দিতে হবে। অর্থাৎ ১০ গ্রাম সোনার জন্য ৫৮ হাজার ০৫০ টাকা ও একশো গ্রাম সোনা কিনতে হলে ৫ লক্ষ ৮০ হাজার ৫০০ টাকা খরচ করতে হবে। এই সোনার দামের বৃদ্ধি হয়েছে। গত ২৪ ঘন্টায় ১০ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম ৫৭০ টাকা ও ১০০ গ্রাম ৫৭০০ টাকা বেড়ে গিয়েছে।
আজ কলকাতায় রুপার দাম
বর্তমান সময়ে দাঁড়িয়ে সোনার দাম যে হারে বাড়তে শুরু করেছে তাতে অনেকেই সোনা ছেড়ে রুপার গহনা বানাতে পছন্দ করছেন। তাই আপনি যদি আজ রুপা কিনতে চান তাহলে আপনাকে দশ গ্রামের জন্য ৯৬০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৯৬০০ টাকা খরচ করতে হবে। অর্থাৎ আজ কলকাতায় রুপা ৯৬০০০ টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে।