পার্থ মান্নাঃ আজ সকাল থেকেই ধনতেরসের শুভ মুহূর্ত শুরু হয়েছে। তাই সোনার দাম হু হু করে বাড়লেও সোনার দোকানে ভিড় জমিয়েছেন অনেকেই। আসলে আজকের দিনে সোনা কেনা শুভ বলে করা হয়। যদিও দিন দিন মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে সোনা। তা আপনি যদি আজ সোনা কেনার কথা ভেবে থাকেন তাহলে আগে থেকেই দামটা জেনে গেলে ভালো হবে। চলুন দেখে নেওয়া যাক আজ কলকাতায় সোনা ও রুপার দাম কত।
আজ কলকাতায় সোনার দাম
আজকে আপনি যদি কলকাতায় সোনা কেনার কথা ভাবেন তাহলে ২২ ক্যারেট সোনার জন্য ৭৩৭৫ টাকা খরচ করতে হবে। সেই হিসাবে ১০ গ্রাম সোনার জন্য ৭৩ হাজার ৭৫০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৭ লক্ষ ৩৭ হাজার ৫০০ টাকা খরচ হবে। বিগত ২৪ ঘন্টায় সোনার দাম দশ গ্রামের জন্য ৬০০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৬০০০ টাকা বেড়ে গিয়েছে।
তবে যদি একেবারে খাঁটি ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে একটু বেশি খরচ হবে। এক্ষেত্রে এক গ্রাম সোনার জন্য ৮০৪৫ টাকা দাম পড়বে। সেই হিসাবে ১০ গ্রামের জন্য ৮০ হাজার ৪৫০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৮ লক্ষ ৪ হাজার ৫০০ টাকা খরচ হবে। এক্ষেত্রেও সোনার দাম একদিনে অনেকটাই বেড়েছে। দশ গ্রামের জন্য ৬৫০ টাকা ও একশো গ্রামের জন্য ৬৫০০ টাকা বেড়েছে সোনার দাম।
অবশ্য সস্তায় যদি সোনা কিনতে চান সেক্ষেত্রে আপনাকে ১৮ ক্যারেট সোনা কিনতে হবে। আজ কলকাতায় ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম চলছে ৬০৩৪ টাকা। অর্থাৎ দশ গ্রামের জন্য ৬০ হাজার ৩৪০ টাকা ও একশো গ্রামের জন্য ৬ লক্ষ ৩ হাজার ৪০০ টাকা খরচ পড়বে। তবে এক্ষেত্রেও দশ গ্রামের জন্য দাম ৪৯০ টাকা ও একশো গ্রামের জন্য ৪৯০০ টাকা বেড়ে গিয়েছে।
আজ কলকাতায় রুপার দাম
বিগত কয়েক মাসে সোনার দাম হু হু করে বেড়ে যাওয়ার দরুন অনেকেই সোনা কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন। তাই আজকাল রুপার গহনার প্রচলনও বাড়ছে। আপনিও কি রুপা কিনতে চান? তাহলে জেনে রাখুন আজকে কলকাতায় ১০ গ্রাম রুপা ৯৯০ টাকা ও ১০০ গ্রাম রুপা ৯৯০০ টাকা হিসাবে রুপা বিক্রি হচ্ছে। অর্থাৎ রুপা আজ ৯৯,০০০ টাকা কেজি।