পার্থ মান্নাঃ বছরের মাঝে যতটা দাম কমেছিল পুজোর পর সেই দাম হু হু করে বেড়েই চলেছে। ইতিমধ্যে সর্বকালের রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি দামে বিকোচ্ছে সোনা। আর কিছুদিনের মধ্যেই হয়তো ৮০ হাজারের গন্ডি পারবে স্বর্ণালী ধাতু। তাই যারা সোনা কেনার কথা ভাবছেন এখন থেকেই কিনে রাখুন। যদি আজ কিনতে যান তাহলে খরচ হবে কত? চলুন দেখে নেওয়া যাক আজ কলকাতায় সোনা ও রুপার দাম চলছে কত।
আজ কলকাতায় সোনার দাম
আজকে যদি কলকাতায় ২২ ক্যারেট সোনা কিনতে চান তাহলে ১ গ্রামের জন্য ৭২৪১ টাকা খরচ করতে হবে। অর্থাৎ ১০ গ্রাম বা ১ভরী সোনার জন্য ৭২ হাজার ৪১০ টাকা খরচ হবে। আর যদি ১০০ গ্রাম সোনা কিনতে চান তাহলে ৭ লক্ষ ২৪ হাজার ১০০ টাকা খরচ হবে। বিগত ২৪ ঘন্টায় দশ গ্রামে দশ টাকা ও একশো গ্রামে ১০০ টাকা দাম বেড়েছে।
অবশ্য খাঁটি সোনা কিনতে চাইলে ২৪ ক্যারেট সোনা কিনতে হবে। আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম পড়বে ৭৮৯৯ টাকা। সেই হিসাবে ১ ভরী বা ১০ গ্রাম সোনার দাম হচ্ছে ৭৮ হাজার ৯৯০ টাকা ও ১০০ গ্রামের দাম হবে ৭ লক্ষ ৮৯ হাজার ৯০০ টাকা। গতকালের তুলনায় আজ ১০ গ্রামে ১০ টাকা বেড়েছে সোনার দাম।
তবে সস্তায় সোনা কিনতে চাইলে আপনাকে ১৮ ক্যারেট সোনা কিনতে হবে। যেটার ১ গ্রামের জন্য ৫৯২৫ টাকা খরচ হবে। অর্থাৎ ১০ গ্রামের জন্য ৫৯ হাজার ২৫০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৫ লক্ষ ৯২ হাজার ৫০০ টাকা খরচ হবে। এক্ষেত্রেও সোনার দাম ১০ গ্রামে ১০ টাকা ও ১০০ গ্রামে ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে।
আজ কলকাতায় রুপার দাম
যতদিন যাচ্ছে ততই বাড়ছে সোনার দাম। ইতিমধ্যেই সোনার ভরী ৮০ হাজার ছুঁইছুঁই। তাই অনেকেই আজকাল সোনার বদলে রুপার গহনা করতে পছন্দ করছেন। সেক্ষেত্রে আপনি যদি রুপার গহনা করতে চান আজ কলকাতায় ১০ গ্রাম রুপার জন্য ৯৯১ টাকা খরচ করতে হবে। অর্থাৎ আজ সোনা ৯৯ হাজার ১০০ টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে।