পার্থ মান্নাঃ সবেমাত্র কেটেছে দীপাবলি, আজ ভাইফোঁটা উপলক্ষে অনেক দাদা বা ভাইয়েরা বোন বা দিদিদের জন্য সোনা বা রুপার গহনা কিনতে পছন্দ করেন। তাই আজ যদি কেনাকাটার প্ল্যান থাকে তাহলে আগে থেকেই দাম জেনে নেওয়া ভালো। চলুন দেখে নেওয়া যাক কলকাতায় কত চলছে সোনা ও রুপার দাম।
আজ কলকাতায় সোনার দাম
আজ ভাইফোঁটার দিনে যদি সোনা কেনার কথা ভেবে থাকেন তাহলে ২২ ক্যারেট ১ গ্রাম সোনার জন্য ৭৩৭০ টাকা খরচ হবে। অর্থাৎ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার জন্য ৭৩ হাজার ৭০০ টাকা ও ১০০ গ্রাম সোনার জন্য ৭ লক্ষ ৩৭ হাজার টাকা খরচ হবে। তবে বিগত ২৪ ঘন্টায় সোনার দামের কোনো পরিবর্তন হয়নি বলে জানা যাচ্ছে।
অবশ্য যদি একেবারে খাঁটি ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে খরচ একটু বেশি হবে। এক্ষেত্রে ১ গ্রাম সোনার জন্য ৮০৪০ টাকা খরচ করতে হবে। সেই হিসাবে ১০ গ্রাম সোনার জন্য ৮০ হাজার ৪০০ টাকা ও ১০০ গ্রাম সোনার জন্য ৮ লক্ষ ৪ হাজার টাকা খরচ হবে। এক্ষেত্রেও সোনার দামের কোনো পরবর্তন হয়নি বিগত ২৪ ঘন্টায়।
তবে সোনার দাম বেড়ে যাওয়ায় অনেকেই একটু কম দামের সোনার খোঁজ করছেন। এক্ষেত্রে আপনাকে ১৮ ক্যারেট সোনা কিনতে হবে। আজ কলকাতায় ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৬০৩০ টাকা। অর্থাৎ ১০ গ্রাম সোনার জন্য ৬০ হাজার ৩০০ আর ১০০ গ্রামের জন্য ৬ লক্ষ ৩ হাজার টাকা খরচ করতে হবে।
আজ কলকাতায় রুপার দাম
সোনার দাম যে হারে বেড়েছে তাতে অনেকেই সোনা কিনতেই ভয় পাচ্ছেন। বদলে রুপার গহনা কিনতে আগ্রহী হয়েছেন অনেকেই। এক্ষেত্রে জানিয়ে রাখি আজ কলকাতায় ১০ গ্রাম রুপার জন্য ৯৭০ টাকা ও ১০০ গ্রাম রুপার জন্য ৯৭০০ টাকা খরচ করতে হবে। অর্থাৎ আজ রুপা ৯৭,০০০ টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে।