পার্থ মান্নাঃ দুর্গাপুজো মানেই উৎসবের মরশুম। আর উৎসবের মাঝেই এল খবর। ফের সস্তা হল সোনা। যে কোনো শুভ কাজের জন্যই সোনা আদর্শ উপহার বলে মানা হয় তাছাড়া বিনিয়োগকারীদেরও প্রথম পছন্দ হল সোনা। কারণ স্বর্ণালী এই ধাতুর দাম প্রতিনিয়ত বাড়তেই থাকে। এমনকি আগামী কয়েকমাসে সোনার দাম ৮০ হাজার ছাড়িয়ে যাবে সেটা আগেভাগেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই আজ যদি সোনা কিনতে যান তাহলে খরচ হবে কত? চলুন দেখে নেওয়া যাক কলকাতায় আজ সোনা ও রুপার রেট চলছে কত!
আজ কলকাতায় সোনার দাম
বাজারে মূলত তিন ধরণের সোনা পাওয়া যায়, যার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় ২২ ক্যারেট সোনা। আপনি যদি বাইশ ক্যারেট সোনা কিনতে চান তাহলে আজ আপনাকে ৭০২৫ টাকা খরচ করতে হবে। অর্থাৎ দশ গ্রাম বা এক ভরী সোনার জন্য ৭০ হাজার ২৫০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৭ লক্ষ ২ হাজার ৫০০ টাকা খরচ করতে হবে। তবে ভালো খবর হল এই যে গতকাল তুলনায় দশ গ্রামের দাম ৫০ টাকা ও একশো গ্রামের দাম ৫০০ টাকা কমেছে।
এরপর সবচেয়ে খাঁটি সোনা হল ২৪ ক্যারেট গোল্ড। আপনি যদি আজ ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে ৭৬৬৪ টাকা খরচ করতে হবে। এক্ষেত্রে এক ভরী বা ১০ গ্রামের দাম হবে ৭৬ হাজার ৬৪০ টাকা ও একশো গ্রামের দাম হবে ৭ লক্ষ ৬৬ হাজার ৪০০ টাকা। এক্ষেত্রেও দশ গ্রাম পঞ্চাশ টাকা ও একশো গ্রামের জন্য পাঁচশো টাকা দাম কমেছে।
তবে সস্তার সোনায় রয়েছে বাজারে। সেক্ষেত্রে আপনাকে ১৮ ক্যারেট সোনা কিনতে হবে। যার প্রতি গ্রামের দাম ৫৭৪৮ টাকা। অর্থাৎ ১০ গ্রামের জন্য ৫৭ হাজার ৪৮০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৫ লক্ষ ৭৪ হাজার ৮০০ টাকা খরচ করতে হবে। গতকালের তুলনায় আজ ১৮ ক্যারেট সোনার দাম এক ভরীতে ৪০ টাকা ও একশো গ্রামে ৪০০ টাকা কমেছে।
আজ কলকাতায় রুপার দাম
সোনা ছাড়াও বাজারে রুপার ডিমান্ডও দিন দিন বেশ বাড়ছে। তাই অনেকেই আজকাল রুপার তৈরী গহনাও ব্যবহার করেন। তাই আপনি যদি রুপা কিনতে চান তাহলে আজ আপনাকে দশ গ্রামের জন্য ৯৪০ টাকা খরচ করতে হবে। যার অর্থ হল রুপা আজ ৯৪,০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কলকাতায়।