Gold and SIlver Rates at Kolkata Today

মাসের শেষে সুখবর! আজ ফের কমল সোনার দাম, দেখুন আপনার এলাকায় হল কত

নিউজশর্ট ডেস্কঃ আজ অগাস্ট মাসের শেষ দিন ৩১ তারিখ। এমাসের শুরুর থেকেই বেশ কিছুটা কমেছিল সোনার দাম। মাঝে উর্ধমুখী হলেও অন্তিম লগ্নে এসে ফের কিছুটা সস্তা হল স্বর্ণালী ধাতু। তাই যদি ভবিষ্যতের জন্য সোনা সঞ্চয় করতে চান আজই কিনে রাখতে পারেন। আজ কলকাতায় সোনার দাম কত (Gold Price at Kolkata)? চলুন জেনে যাক বিভিন্ন ক্যারেটের সোনা ও রুপার কিনতে কত খরচ হতে পারে।

আজ কলকাতায় সোনার দাম

আজ যদি আপনি ২২ ক্যারেট সোনা কিনতে চান তাহলে ১ গ্রামের জন্য আপনার খরচ হবে ৬৭০৪ টাকা। আর যদি ১ ভরী অর্থাৎ ১০ গ্রাম সোনা কিনতে চান সেক্ষেত্রে ৬৭ হাজার ০৪০ টাকা খরচ হবে। অর্থাৎ গতকালের তুলনায় ১০ গ্রামে মাত্র ১০ টাকা কমেছে সোনার দাম। আর কেজিতে ১০০০ টাকা কমেছে।

তবে যদি আপনি ২৪ ক্যারেট সোনা কিনতে চান সেক্ষেত্রে প্রতি গ্রামের জন্য ৭৩১৪ টাকা খরচ হবে। সেই হিসাবে ১০ গ্রাম বা ১ ভরী সোনার দাম ৭৩ হাজার ১৪০। গতকালের তুলনায় আজ ১০ টাকা কমেছে চব্বিশ ক্যারেট সোনার দাম। অবশ্য যদি আরও কমে সোনার গয়না কিনতে চান সেক্ষেত্রে ১৮ ক্যারেট কিনতে পারেন।

যদি ১৮ ক্যারেট সোনা কিনতে চান তাহলে ১ গ্রামের জন্য আজ ৫৪৮৫ টাকা দিতে হবে। অর্থাৎ ১০ গ্রাম বা ১ ভরীর জন্য ৫৪ হাজার ৮৬০ টাকা লাগবে। এক্ষেত্রেও গতকালের তুলনায় ১০ গ্রামের জন্য ১০ টাকা দাম কমেছে। হিসেবে মত দেখতে গেলে এখনও সোনার দাম অনেকটাই কম আছে। তাই যারা এখনও কেনেননি কিনে ফেলতে পারেন।

আরও পড়ুনঃ আপনি বললেই টিকিট কেটে দেবে AI, হয়ে যাবে পেমেন্টও! যাত্রী সুবিধার্থে বিরাট ঘোষণা করল IRCTC

আজ কলকাতায় রুপার দাম

অনেকেই সোনার দাম অত্যাধিক বেড়ে যাওয়ার কারণে রুপার গয়না কিনতে পছন্দ করছেন। সেক্ষেত্রে আজকে যদি রুপা কিনতে যান তাহলে কত খরচ হতে পারে? উত্তর হল আজ কলকাতায় ১০০ গ্রাম রুপা কিনতে গেলে ৮৭০০ টাকা খরচ করতে হবে। অর্থাৎ আজ ৮৭,০০০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে রুপা।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X