Gold Price today in Kolkata See Gold and Silver Rates

পুজোর মুখে সস্তা নাকি আরও দামি! আজ কলকাতায় ১০ গ্রাম সোনার দাম কত?

পার্থ মান্নাঃ সোনা হল একমাত্র এমন ধাতু যার দাম প্রতিনিয়ত বাড়তেই থাকে। এবছরের শুরুর যে শোনা ৬০ এর ঘরে ছিল সেটাই এখন ৮০ ছুঁইছুঁই অবস্থায় পৌঁছেছে। দিনে দিনে দাম যেন বেড়েই চলেছে। যার জেরে এক ভরী সোনা কিনতে গেলেও চারবার ভাবতে হচ্ছে সবাইকে। আপনি কি পুজোর মুখে আজ সোনা কেনার কথা ভাবছেন? চলুন তাহলে দেখে নেওয়া যাক আজ কলকাতায় সোনার রেট চলছে কত? তাছাড়া সোনার বদলে রুপারও অনেক গহনা বাজারে পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে রুপার দাম কত চলছে সেটাও দেখা নেওয়া যাক।

আজ কলকাতায় সোনার দাম

আজ যদি আপনি সোনা কেনার কথা ভেবে থাকেন তাহলে ১ গ্রাম ২২ ক্যারেট সোনার জন্য আপনাকে ৭১২১ টাকা খরচ করতে হবে। অর্থাৎ ১০ গ্রাম বা ১ ভরী সোনার জন্য ৭১ হাজার ২১০ টাকা খরচ করতে হবে আর ১০০  গ্রাম সোনা কিনতে চাইলে ৭ লক্ষ ১২ হাজার ১০০ টাকা খরচ করতে হবে। গতকালের তুলনায় আজ সোনার দামের কোনো পরিবর্তন হয়নি।

এদিকে খাঁটি সোনা অর্থাৎ ২৪ ক্যারেট সোনা কিনতে চাইলে আরও একটু বেশি খরচ হবে। ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার জন্য খরচ পড়বে ৭৭৬৮ টাকা। অর্থাৎ ১০ গ্রাম বা ১ ভরী সোনার জন্য ৭৭ হাজার ৬৭০ টাকা খরচ হবে। আর ১০০ গ্রাম সোনার জন্য ৭ লোক ৭৬ হাজার ৭০০ টাকা খরচ হবে। এক্ষেত্রেও সোনার দামের কোনো পরিবতর্ন হয়নি বিগত ২৪ ঘন্টায়।

তবে চাইলে সস্তার সোনাও কিনতেই পারেন। সেক্ষেত্রে আপনাকে ১৮ ক্যারেট সোনা কিনতে হবে। যার প্রতি গ্রামের জন্য আপনাকে ৫৮২৭ টাকা খরচ করতে হবে। অর্থাৎ ১ ভরী বা ১০ গ্রাম সোনার জন্য ৫৮ হাজার ২৭০ টাকা খরচ হবে। আর ১০০ গ্রাম সোনার জন্য ৫ লক্ষ ৮২  হাজার ৭০০ টাকা খরচ করতে হবে। ১৮ ক্যারেট সোনার ক্ষেত্রেও দামের কোনো ওঠানামা দেখা যায়নি বিগত ২৪ ঘন্টায়।

আজ কলকাতা রুপার দাম

সোনার দাম অনেকটাই বেড়ে গিয়েছে। তাই অনেকেই আজকাল সোনার বদলে রুপার গহনা কিনতে বেশ উৎসাহী। তাই আপনি যদি আজ রুপার গহনা কিনতে চান সেক্ষেত্রে আপনাকে দশ গ্রামের জন্য ৯৭৯ টাকা খরচ করতে হবে। অর্থাৎ ১০০ গ্রাম রুপা ৯৭০০ টাকা ও ১ কেজি রুপা ৯৭ হাজার টাকা হিসাবে বিক্রি হচ্ছে কলকাতায়। রুপার দামের ক্ষেত্রেও কোনো পরিবর্তন হয়নি।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X