পার্থ মান্নাঃ দেখতে দেখতে শেষ হয়ে গেল দুর্গাপুজো। আজ দশমীতে ঠাকুর বিসর্জন দেখতে মুকিয়ে থাকবেন সকলে। তবে এসবের মাঝেই সকলের নজর থাকে সোনার দামের উপরে। কারণ যে কোনো শুভ কাজেই সোনা উপহার হিসাবে যেমন দেওয়া হয় তেমনি বিনিয়োগের দিক থেকেও সোনা বেশ ভালো। তাই সোনার কেনা বেচা চলতেই থাকে। আজ কি আপনি সোনার কেনার প্ল্যান করেছেন? তাহলে চলুন দেখে নেওয়া যাক কলকাতায় সোনা ও রুপার রেট কত চলছে।
আজ কলকাতায় সোনার দাম
আপনি যদি আজ কলকাতায় সোনা কেনার কথা ভাবেন তাহলে ২২ ক্যারেট সোনার জন্য প্রতি গ্রামে ৭১২০ টাকা খরচ করতে হবে। যার আর্ট এক ভরী বা দশ গ্রামের জন্য ৭ ১ ২ ০ ০ টাকা ও ১ ০ ০ গ্রামের জন্য ৭ লক্ষ ১ ২ হাজার টাকা খরচ করতে হবে। তবে সুখবর এটাই যে বিগত ২৪ ঘন্টায় নতুন করে দামের বৃদ্ধি হয়নি।
তবে যদি আরও খাঁটি সোনা কিনতে চান সেক্ষেত্রে আপনাকে ২৪ ক্যারেট সোনা নিতে হবে। যেটার ১ গ্রামের জন্য ৭৭৬৭ টাকা খরচ করতে হবে। অর্থাৎ এক ভরী বা দশ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম পড়বে ৭৭ হাজার ৬৭০ টাকা ও একশো গ্রামের জন্য ৭ লক্ষ ৭৬ হাজার ৭০০ টাকা খরচ হবে। এক্ষেত্রেও সোনার দামের কোনো পরিবর্তন হয়নি বিগত ২৪ ঘন্টায়।
এছাড়াও সস্তার সোনা হিসাবে ১৮ ক্যারেট সোনা কেনা যেতেই পারে। সেক্ষেত্রে আপনার ১ গ্রামের দাম পড়বে ৫৮২৬ টাকা। অর্থাৎ ১০ গ্রাম বা এক ভরীর জন্য ৫৮ হাজার ২৬০ টাকা খরচ হবে। আর একশো গ্রামের জন্য ৫ লক্ষ ৮২ হাজার ৬০০ টাকা দাম পড়বে। এক্ষেত্রেও দামের কোনো ওঠা নাম লখ্য করা যায়নি বিগত ২৪ ঘন্টায়।
আজ কলকাতায় রুপার দাম
সোনার পর যে ধাতু সবচেয়ে বেশি ডিমান্ডে রয়েছে সেটি হল রুপা। আজ কলকাতায় রুপা ৯৭,০০০ টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে। অর্থাৎ ১০ গ্রাম রুপার জন্য ৯৭০ টাকা ও একশো গ্রামের জন্য ৯৭০০ টাকা খরচ হবে।