Gold and Silver Price at Kolkata dip in gold prices

জন্মাষ্টমীর আগে ফের কমল সোনার দাম! আজ কত হল কলকাতায়? জানুন সোনা-রুপার রেট

নিউজশর্ট ডেস্কঃ বিগত কিছুদিন ধাপে ধাপে বেশ খানিকটা কমেছে সোনার দাম (Gold Price Today)। এতে সাধারণ মানুষ যেমন খুশি তেমন বিক্রি বাড়তে খুশি স্বর্ণ ব্যবসায়ীরাও। আসলে যেকোনো অনুষ্টানে বা শুভকাজে উপহার হিসাবে সোনা দেওয়া হয়ে থাকে। তাছাড়া ভবিষ্যতের জন্য নিরাপদ বিনিয়োগ হিসাবেও সোনাকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন সকলেই। আর আজ আবারও কিছুটা কোমল সোনার দাম। কলকাতায় সোনা কিনতে কত খরচ হবে আজ? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

আজ ২৩শে অগাস্ট কলকাতায় ৯৯.৯৯% বিশুদ্ধ ১ গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে হলে ৬৬৬০ টাকা লাগবে। অর্থাৎ ১ ভরি সোনা বা ১০ গ্রাম সোনার দাম ৬৬ হাজার ৬০০ টাকা। যেটা গতকালের তুলনায় ২০০ টাকা কমেছে। আর যদি ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে প্রতিগ্রামের জন্য ৭২৬৫ টাকা খরচ করতে হবে। অর্থাৎ ১ ভরি ২৪ ক্যারেট সোনার দাম পড়বে ৭২ হাজার ৬৫০ টাকা। অর্থাৎ ১০ গ্রাম এর দাম গতকালের তুলনায় ২২০ টাকা কমেছে।

তবে যদি আপনি ১৮ ক্যারেট সোনা কিনতে চান সেটা কিছুটা কমে হয়ে যাবে। ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার আজকের দাম ৫৪৪৯ টাকা। আর ১০ গ্রাম কিনতে হলে ৫৪ হাজার ৪৯০ টাকা খরচ করতে হবে। ১৮ ক্যারেট সোনার দামও গতকালের তুলনায় ১৭০ টাকা কমেছে।

সোনা ছাড়াও অনেকেই রুপা কিনতে চান। তাদের জন্য জানিয়ে রাখি আজ কলকাতায় ১০ গ্রাম সোনার দাম ৮৬৭ টাকা। অর্থাৎ রুপা প্রতি কেজি ৮৬ হাজার ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। যেটা গতকালের তুলনায় কেজি প্রতি ৩০ টাকা কম। এর আগে বিগত ২-৩ দিন দামের কোনো পরিবর্তন হয়নি।

আরও পড়ুনঃ লকডাউনে অল্প পুঁজিতেই শুরু ব্যবসা, মাশরুম চাষ করেই মাস ১ লাখেরও বেশি আয় করছেন নরেন দাস

প্রসঙ্গত, চাইলে মোবাইলেও সোনার দাম পেয়ে যেতে পারেন শুধুমাত্র মিসকল দিয়েই। ৮৯৫৫৬৬৪৪৩৩ নাম্বারে মিসকল দিলেই ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দাম দেখতে পেয়ে যাবেন SMS এর মাধ্যমে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X