16th August Gold and Silver Rates

এখনই শেষ সুযোগ, কদিন পরেই হু হু করে বাড়বে সোনার দাম! দেখুন আজকের কলকাতার দর

নিউজশর্ট ডেস্কঃ আপনি কি সোনা কেনার প্ল্যান করছেন? কারণ বাজেট ঘোষণা হওয়ার পর অনেকটা সস্তা হয়ে গিয়েছিল হলুদ ধাতু। রেকর্ড পরিমাণ দামের পতন হতেই লাইন পরে গিয়েছিল সোনার দোকানে। একদিকে যেমন শুভকাজে সোনা লাগে তেমনি ইনভেস্টমেন্ট হিসাবেও সোনাকে বেশ পছন্দ সকলেরই। তবে এবার আর কমছে না বরং বাড়ছে। আজ কলকাতায় সোনার দাম হল কত? চলুন দেখেন দেওয়া যাক।

আজ অর্থাৎ ১৬ই অগাস্ট কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৬৫৬৫০ টাকা যেটা গতকালের তুলনায় ১০০ টাকা বেড়েছে। ২৪ ক্যারেট সোনার দাম ৭১৬২০ টাকা হয়েছে যেটা গতকালের তুলনায় ১১০ টাকা বেড়েছে। আর যদি ১৮ ক্যারেট সোনার কথা জানতে চান তাহলে সেটা ৫৩৭২০ টাকা হয়ে গিয়েছে। অর্থাৎ গতকালের তুলনায় ৯০ টাকা বেড়েছে সোনার দাম।

এদিকে সোনার পর রুপার চাহিদাও বেশ তুঙ্গে। আজকের দিনে যদি আপনি কলকাতায় রুপো কিনতে চান তাহলে ৮৪০০০ টাকা প্রতি কেজি দাম পড়বে। যেটা কালকের তুলনায় ৫০০ টাকা বেশি। অর্থাৎ একদিনে অনেকটাই বেড়ে গিয়েছে রুপার দাম।

আপনি চাইলে প্রতিদিনের সোনার দাম আপনার মোবাইলেও পেয়ে যেতে পারেন। এর জন্য আপনাকে ৮৯৫৫৬৬৪৪৩৩ এই নাম্বারে মিসকল দিতে হবে। মিসকল দিলেই আপনার ফোনে ২২ ক্যারেট ও ১৮  ক্যারেট সোনার দাম চলে আসবে SMS এর মাধ্যমে। তাই চটজলদি সোনার দাম জানতে চাইলে এই পদ্ধতি ব্যবহার করে দেখতেই পারেন।

আরও পড়ুনঃ ১৫ই আগস্টেই জোরকা ঝাটকা দিল SBI, রাতারাতি বাড়ল কোটি কোটি গ্রাহকদের EMI!

প্রসঙ্গত, এমাসের শুরু থেকেই প্রতিদিন অল্প অল্প করে অনেকটা পড়েছিল সোনার দাম। অনেকেই ভেবেছিলেন আরও কিছুটা হয়তো সস্তা হবে। তবে সেটা আর হবে বলে মনে হচ্ছে না!  উল্টে সোনার দাম শীঘ্রই ৮২০০০ টাকা ভরি বা প্রতি ১০ গ্রাম হতে পারে। তাই যারা এখনও সোনা কেনার কথা ভাবলেও কিনে উঠতে পারেননি তারা কিনে ফেলতে পারেন।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X