নিউজশর্ট ডেস্কঃ এই মুহূর্তে বাজারে গুটিকতক মোবাইল অপারেটরই রয়েছে। তবে মূলত Jio ও Airtel এই দুই কোম্পানির মধ্যেই চলছে ঠান্ডা যুদ্ধ। গ্রাহকদের মন পেতে প্রতিনিয়ত নতুন প্ল্যান লঞ্চ করছে কোম্পানিগুলি। যার কোনোটিতে হাইস্পীড ডেটা তো কোনোটিতে লম্বা ভ্যালিডিটি ছাড়াও আরও একাধিক ভ্যালু অ্যাডেড সুবিধা মিলছে। তবে এবার AIrtel গ্রাহকদের জন্য রইল সুখবর, পুরোনো রিচার প্ল্যানের ভ্যালিডিটি বাড়িয়ে দিল কোম্পানি।
Airtel 395 রিচার্জ প্ল্যান
এতদিন এয়ারটেলের নাম্বারে ৩৯৫ টাকা রিচার্জ করলে ৫৬দিনের বৈধতা পাওয়া যেত। তবে এবার থেকে সেটা বাড়িয়ে ৭০ দিন করে দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রাহকেরা আগের থেকে ১৪ দিনের বেশি ভ্যালিডিটি পাবেন।
৩৯৫ টাকা দিয়ে রিচার্জ করলে আনলিমিটেড কলিং তো থাকবেই সাথে মিলবে ৬ জিবি হাইস্পিড 4G ডেটা। এছাড়াও যদি আপনার হ্যান্ডসেট ফাইভজি হয় তাহলে Airtel 5G ফ্রী ট্রায়ালও পাবেন। একইসাথে মোট ৬০০ টি এসএমএস ফ্রীতে পাওয়া যাবে।
আরও পড়ুনঃ থাকা-খাওয়া থেকে ভিসা নিয়ে নো চিন্তা! সস্তায় পয়সা উসুল ‘থাইল্যান্ড ট্যুর প্যাকেজ’ আনল IRCTC
এয়ারটেলের ৩৯৫ প্ল্যানের মত Jioতেও এই প্ল্যান রয়েছে। তবে জিওতে ৩৯৫ টাকা রিচার্জ করলে মোট ৮৪ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়, যেটা এয়ারটেলের থেকে আরও ১৪ দিন বেশি। এছাড়াও ৬ জিবি হাইস্পীড ডেটা, আনলিমিটেড ফাইভজি, জিও টিভি, জিও সিনেমা ইত্যাদি পাওয়া যাবে।
প্রসঙ্গত, এয়ারটেলের ৬৬৬ টাকার প্ল্যানটিও বেশ জনপ্রিয়। আপনি যদি ৬৬৬টাকার রিচার করেন তাহলে প্রতিদিন ১.৫ জিবি হাইস্পীড 4G ডেটা পেয়ে যাবেন। একইসাথে আনলিমিটেড আউটগোয়িং কল, রোজ ১০০টি ফ্রি এসএমএস, আনলিমিটেড ফাইভজি ইত্যাদি পাওয়া যাবে। আর আপনি যদি Airtel Thanks অ্যাপের মাধ্যমে রিচার্জ করেন তাহলে ক্যাশব্যাকও পেতে পারেন।