PPF and NPS

anita

PPF and NPS: PPF ও NPS গ্রাহকদের জন্য বড়সড় খবর, এই অফার হাতছাড়া করলে চরম পস্তাবেন

নিউজ শর্ট ডেস্ক: প্রত্যেক বছর মার্চ মাস শেষের সাথে সাথেই শেষ হয়ে যায় অর্থ বর্ষ। তাই ৩১ মার্চ দিনটাই যেকোনো আর্থিক প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। কারণ এই দিনেই সমাপ্তি ঘটে একটি অর্থ বর্ষের এবং তারপরের দিন অর্থাৎ ১ এপ্রিল থেকে শুরু হয়ে যায় নতুন অর্থবর্ষ। এই বছরেও তার ব্যতিক্রম হয়নি। ২০২৪-২৫ সালের নতুন অর্থ বর্ষের সূচনা থেকেই বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলিতে বিভিন্ন নিয়ম-কানুনের পরিবর্তন আসে।

   

সরকারি ঘোষণা অনুসারে আগেই জানা গিয়েছে ২০২৪-২৫ নতুন অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) এবং এনপিএস (NPS)-এর ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। আসলে গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখেই সরকারি এই নির্দেশে প্রভিডেন্ট ফান্ড এবং এনপিএস-এর ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

সরকারের সেই নির্দেশ অনুসারে নতুন অর্থবর্ষে যে নিয়ম চালু করা হয়েছে সেই নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে কোন ব্যক্তি যদি কর্মসংস্থান পরিবর্তন করেন তাহলে তার আগের কর্মক্ষেত্রে থাকা পিএফ এবং পেনশনের অ্যাকাউন্টে জমা টাকা তিনি খুব সহজেই নতুন কর্মস্থানে ট্রান্সফার করতে পারবেন।

পিপিএফ,PPF,এনপিএস,NPS,নতুন নিয়ম,New Rules,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

নতুন নিয়ম অনুযায়ী  এক্ষেত্রে বেশ কিছু সুবিধা দেওয়া হচ্ছে। প্রসঙ্গত আগের বছরের অর্থাৎ ২০২৩-২৪ অর্থবর্ষের নিয়ম অনুযায়ী কর্মক্ষেত্র পরিবর্তন করার পর সেই ব্যক্তিকে নতুন কর্মক্ষেত্রে তার পিএফ এবং পেনশন তহবিলের টাকা ট্রান্সফার করতে গেলে ১৩ নম্বর ফরম পূরণ করে, উভয় ক্ষেত্রেই আলাদা আলাদা ভাবে আবেদন করতে হতো।

আরও পড়ুন: লোনের EMI দিতে দেরি হলেও চাপবে না বাড়তি চার্জ! RBI-র নতুন নিয়মে স্বস্তিতে সাধারণ মানুষ

কিন্তু এক্ষেত্রে সেই ব্যক্তির অভিন্ন বা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ ইউএএন থাকলেও পিএফ এবং পেনশনের টাকা নতুন কোম্পানিতে ট্রান্সফার করার জন্য নানান ঝামেলার মধ্যে পড়তে হতো। কিন্তু নতুন নিয়ম অনুসারে কর্মসংস্থান পরিবর্তন করলেও এই ধরনের আবেদন জানানোর আর কোনো প্রয়োজন পড়বে না। কারণ এবার থেকে যদি কেউ নিজের কর্মস্থান পরিবর্তন করেন তাহলে তিনি অনলাইন পোর্টালের সাহায্যে খুব সহজেই আবেদন জানিয়ে নিজের পিএফ এবং পেনশন তহবিলের টাকা নতুন কোম্পানিতে সরিয়ে আনতে পারবেন।

পিপিএফ,PPF,এনপিএস,NPS,নতুন নিয়ম,New Rules,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

ন্যাশনাল পেনশন সিস্টেম বা NPS-এর নতুন নিয়ম

গ্রাহকদের সুরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করতেই ন্যাশনাল পেনশন সিস্টেম বা NPS-এর ক্ষেত্রে ১ এপ্রিল থেকে চালু করে হয়েছে নতুন নিয়ম। আগে গ্রাহকরা শুধুমাত্র ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েই নিজের NPS অ্যাকাউন্ট খুলতে পারতেন। কিন্তু নতুন নিয়মে ইউজার আইডি কিংবা পাসওয়ার্ড ছাড়াও দিতে হবে গ্রাহকদের আধার নম্বর। এই আধার নম্বর দেওয়ার পরেই গ্রাহকদের বৈধ মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিলেই খুলে যাবে NPS অ্যাকাউন্ট। এনপিএস এর ক্ষেত্রে নতুন এই ‘টু ফ্যাক্টর অথেন্টিকেশন’ ব্যবস্থা গ্রাহকদের NPS অ্যাকাউন্টকে আরো বেশি সুরক্ষিত করবে বলেই দাবি করা হচ্ছে।