নিউজশর্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের(Government Employees) জন্য রয়েছে এক খারাপ খবর। এবার অতিরিক্ত লাভের আশায় আর জেনারেল প্রফিডেন্ট ফান্ড বা GPF-এ বেশি টাকা রাখতে পারবেন না। আর এবার এই বিষয়ে নতুন করে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকারের অর্থমন্ত্রক।
আর এই নতুন নিয়ম আনার পেছনের কারণ হলো যে অতিরিক্ত লাভের আশায় রাজ্যের সরকারি কর্মীদের একাংশ নির্ধারিত মাত্রার থেকেও বেশি অর্থ জেনারেল প্রভিডেন্ট ফান্ডে জমা করেছিলেন। এর ফলে অতিরিক্ত সুদ বহন করতে হয়েছে সরকারকে। তাই এই কর্মকাণ্ড ঠেকানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে।
আগে রাজ্য সরকারের নিয়ম ছিল যে রাজ্যে সরকারি কর্মীরা বেতনের ৬ শতাংশ অর্থ জেনারেল প্রভিডেন্ট ফান্ডে জমা রাখতে পারবেন। আর এর ওপরে সরকারের তরফ থেকে ৮% হারে সুদ দেওয়া হবে। যেটা অন্যান্য পাবলিক ফান্ডের থেকে অনেকটাই বেশি। আর ঠিক এই কারণেই রাজ্য সরকারি কর্মীদের একটা বড় অংশ বেতনের থেকে বেশি পরিমাণে টাকা এই জেনারেল প্রভিডেন্ট ফান্ডে জমা করতে শুরু করেন।
আরও পড়ুন: Aadhaar ATM: আর যেতে হবে না ব্যাঙ্ক কিংবা ATM-এ! এবার বাড়ি বসেই টাকা তুলুন এভাবে
অতিরিক্ত লাভের আশায় এই কাজ করেছেন কর্মীদের একাংশ। আর এর ফলে সরকারের ভাঁড়ার থেকে বেশি টাকা বেরিয়ে যাচ্ছিল। তাই নিজেদের অর্থ সুরক্ষিত রাখার জন্য রাজ্য সরকারের অর্থমন্ত্রক সম্প্রতি এই নির্দেশিকা জারি করেছে। পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা ৫ লক্ষ টাকার বেশি জেনারেল প্রভিডেন্ট ফান্ডে জমা করতে পারবে না।
অর্থাৎ বেতনের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ অর্থ রাখার সীমাও রাজ্য সরকার বেঁধে দিয়েছে। এর ফলে একপ্রকার কিছুটা হলেও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে রাজ্য সরকারের কর্মীরা।