Government Employees

Government Employees: এতদিনের সমস্যার সমাধান! সরকারি কর্মীদের জন্য ‘বিশেষ উপহার’ রাজ্য সরকারের

নিউজশর্ট ডেস্কঃ নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মচারীদের(Government Employees) জন্য বড়সড় উপহার নিয়ে হাজির হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আর রাজ্য সরকারের প্রশাসনিক সংস্থার দফতরের একটি নতুন বিবৃতির জেরে রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের কর্মীদের মুখে হাসি ফুটেছে। কারণ এবার থেকে প্রমোশন পাওয়া অনেক বেশি সহজ হয়ে গিয়েছে।

রাজ্য সরকারের বিবৃতিতে জানানো হয়েছে যে এখন থেকে কেউ দু’বছর যুগ্ম সচিব পদের দায়িত্ব সামলালে তাকে সচিব পদে পদোন্নতি দেওয়ার বিষয়টি বিবেচনা করে দেখা হবে। আবার কেউ যদি দু’বছর উপসচিব পদের দায়িত্ব সামলায় তাকে যুগ্ম সচিব নিয়োগ করার বিষয়টিও বিবেচনা করা হবে।

প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফ থেকে এর আগেই ঘোষণা করা হয়েছিল যে তারা পদোন্নতির বৈষম্য দূর করে সবার মধ্যে যাতে গ্রহণযোগ্য হয় সেরকম নিয়ম চালু করবে। নিচু তলার কর্মীরাও যাতে প্রমোশনের সুযোগ পেয়ে বিশেষ সচিব পর্যন্ত যেতে পারে তার জন্য সম্প্রতি রাজ্য সরকারের সচিবালয়ে ৯২ টি অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল।

Government

আরও পড়ুন: Government: এবার হোমস্টে নিয়ে বড় পরিকল্পনা রাজ্যের, কি কি সুবিধা মিলবে জানেন?

এক্ষেত্রে এই সচিবালয়ের অতিরিক্ত পদগুলোতে সহ-সচিব, উপসচিব, যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিবের পদ থাকবে। যাতে নিচু তলার কর্মচারীরা ও রাজ্য সরকারের সচিব পদমর্যাতায় কাজ করার সুযোগ পেয়ে যান। অবশেষে রাজ্য সরকারের এই নতুন নীতি ঘোষণা করার পর সকল কর্মচারীদের মুখে হাসি ফুটেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য সরকারের কর্মীদের এই প্রমোশনের নিয়ম দীর্ঘদিন ধরেই বিতর্কিত এবং অনেক জটিল। যারা কর্মজীবনের শুরুতে সরাসরি সচিবালয় নিযুক্ত হন তারা পদোন্নতি খুব তাড়াতাড়ি পেয়ে যান। কিন্তু যারা জেলায় বা ব্লক স্তরের দপ্তরে নিযুক্ত হন। সেসব ক্ষেত্রে বহু সময় সঠিক পদোন্নতি পাননি বলে অনেকেই অভিযোগ করেছেন। তবে রাজ্য সরকারের এই নতুন পদক্ষেপে এবার এই সমস্যার সমাধান হবে বলে মনে করছেন অনেকে।

Papiya Paul

X