Government

Papiya Paul

Government: বাংলার মানুষদের জন্য সুখবর, ১ লক্ষ টাকা করে পাবেন এই প্রকল্পের গ্রাহকেরা!

নিউজশর্ট ডেস্ক: দেশের সাধারণ মানুষের সুবিধার্থে কেন্দ্রীয় সরকারের(Government) তরফ থেকে নানা রকমের পদক্ষেপ গ্রহণ করা হয়। তেমনি একটি জনপ্রিয় এবং সুবিধাজনক প্রকল্প হল প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই যোজনার আওতায় দেশের আশ্রয়হীন পরিবারদের মাথায় পাকা ছাদ দেওয়া হচ্ছে। তবে অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গেও এই প্রকল্পের হাত ধরে বহু মানুষ নিজস্ব বাড়ি পেয়ে গিয়েছেন।

   

কিন্তু এই যোজনা সংক্রান্ত বিষয়ে দুর্নীতি নিয়ে বারে বারে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বিবাদ দেখা দিয়েছে। আর এর ফলে বাংলার গরীব মানুষদের জন্য আবাস যোজনার অর্থ সাময়িকভাবে স্থগিত রেখেছে কেন্দ্র। তবে এবার এই আবাস যোজনা নিয়ে বিরাট সুখবর মিলেছে। রাজ্যের আশ্রয়হীন এবং গরিব দরিদ্র মানুষগুলোকে আগামী ১ মে থেকে রাজ্য সরকারের দরবারে আবাস যোজনার টাকা দেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে এবার শহরাঞ্চলের গরিব মানুষদের মুখেও হাসি ফুটতে পারে এমন তথ্যও সামনে এসেছে। এই বরাদ্দ অর্থ কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে একথা সকলেই জানে। তবে মূলত গ্রামাঞ্চলের ক্ষেত্রে এই বিষয়টি ঘটেছে।

আরও পড়ুন: Government: ভুলে যান লক্ষ্মীর ভান্ডার, এবার মহিলাদের ১২০০০ টাকা করে দেবে কেন্দ্রীয় সরকার! কারা পাবেন?

এই বিতর্কের পর বেশকিছু পুরো এলাকায় আবাস যোজনার বরাদ্দ অর্থ কেন্দ্রীয় সরকার রিলিজ করেছে। মেদিনীপুর পৌরসভা সম্প্রতি আবাস যোজনার প্রায় দুই হাজার বাড়ি তৈরির দ্বিতীয় কিস্তির টাকা কেন্দ্রের কাছ থেকে পেয়েছে। এই টাকার অংক ১০ কোটি ৪৫ টাকার মত।

Government Schemes

ইতিমধ্যেই প্রায় ১০০০ জনকে এক লক্ষ টাকা করে মেদিনীপুর পৌরসভা দিয়ে দিয়েছে বলে জানিয়েছেন পূর্বপ্রধান সৌমেন খান। প্রায় ২ হাজার জনের জন্য এই দ্বিতীয় কিস্তির টাকা এসেছে। এর মধ্যে ৯৪৫ জনকে ইতিমধ্যেই দ্বিতীয় কিস্তির ১ লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে মেদিনীপুর পৌরসভা কর্তৃক সূত্র মারফত জানা গিয়েছে। বাকি টাকাও খুব দ্রুত এসে যাবে বলে জানানো হয়েছে।