Electricity Bill: লাগবে না ৭৫ ইউনিট বিদ্যুতের খরচ, রাজ্য সরকারের এই প্রকল্পের সুবিধা কারা কিভাবে পাবেন?

নিউজশর্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে ইলেকট্রিক বিল(Electricity Bill) সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য ঘোষণা করেছে রাজ্য সরকার(Government Of West Bengal)। আর এর ফলে সাধারণ মানুষ অনেক সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। বর্তমানে রাজ্যের প্রায় প্রত্যেকটি বাড়িতেই বিদ্যুৎ সংযোগ রয়েছে। আর এখন বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত চলবে না। টিভি, ফ্রিজ, এসি, ফ্যান, লাইট সহ অন্যান্য ইলেকট্রিক সামগ্রী চালানোর ক্ষেত্রে বিদ্যুতের একান্ত প্রয়োজন।

গ্রামের দিকে না হলেও শহরের মানুষের কাছে বিদ্যুৎ জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সামগ্রীর মধ্যে পড়ে। তবে সে যাই হোক, এখন যে হারে বিদ্যুতের বিল আসে তাতে মাসের শেষে মাথায় হাত পড়ে যায় সাধারণ মানুষের। তবে এই বিদ্যুৎ বিল নিয়েই পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন প্রকল্প রয়েছে। যেই প্রকল্প সম্পর্কে এখনো বহু মানুষ জানেন না। কি কি সুবিধা রয়েছে এই প্রকল্পে এবং কিভাবে আবেদন করতে হবে চলুন তা জেনে নেওয়া যাক।

প্রকল্পের নাম: এই প্রকল্পের নাম হাসির আলো প্রকল্প(Hasir Alo Prakalpa)। এই প্রকল্পের মাধ্যমে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী এই প্রকল্প ২০২০ সালে চালু করেছিলেন। ইতিমধ্যেই রাজ্যের বহু পরিবার এই প্রকল্প গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। তবে মনে রাখতে হবে, এই প্রকল্প সবার জন্য নয়, রাজ্যের নিম্নবৃত্ত শ্রেণীর মানুষদের জন্য এই প্রকল্প গড়ে তোলা হয়েছে।

আরও পড়ুন: Swasthya Sathi: ফের বদলে গেল স্বাস্থ্য সাথী প্রকল্পের নিয়ম! এবার সুবিধা নিতে হলে মানতে হবে এই পদ্ধতি

কি কি সুবিধা আছে? এই প্রকল্পের আওতায় সেইসব পরিবারগুলো থাকবে। যারা প্রত্যেক তিন মাসে ৭৫ ইউনিট পর্যন্ত ইলেকট্রিসিটি বিল আসে। এক্ষেত্রে তাদের এক টাকাও খরচ করতে হবে না। আর ৭৫ ইউনিটের বেশি বিল আসলে বাড়তি টাকাটুকু দিতে হবে।

কারা পাবে এই প্রকল্পের সুবিধা?
যারা অন্ত্যোদয় অন্ন যোজনা বা বিপিএল তালিকাভুক্ত রেশন কার্ড রয়েছে সেই সমস্ত পরিবারগুলোই এই প্রকল্পের সুবিধা পাবেন। রাজ্য সরকার আর্থিকভাবে পিছিয়ে পড়া এই সমস্ত পরিবারদের জন্য এই প্রকল্প চালু করেছেন।

Darjeeling

আরও পড়ুন: Government Of West Bengal: ফের ছক্কা মারলেন মুখ্যমন্ত্রী, পড়ুয়াদের দেওয়া হবে ১০ হাজার টাকা, কারা পাবেন এই সুবিধা?

কিভাবে করবেন আবেদন?
এই প্রকল্পের জন্য আবেদন করতে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে করতে পারেন। এছাড়া আপনার নিকটবর্তী বিদ্যুৎ অফিসে গিয়েও আবেদন করা যাবে। সেখানে আপনাকে একটি আবেদন পত্র দেওয়া হবে। সেই আবেদন পত্র সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদন পত্র সঠিকভাবে যাচাই করার পর বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে সমস্ত কিছু ঘোষণা করা হবে।

Papiya Paul

X