Government

Government: শুধু আধার কার্ড নয়, এবার বাংলার মানুষদের জন্য এই ‘বিশেষ কার্ড’ আনছে সরকার!

নিউজশর্ট ডেস্কঃ ভারতীয় নাগরিকদের(Indian Citizen) কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড। এছাড়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ আধার কার্ড। এই আধার কার্ডের(Aadhaar Card) মাধ্যমেই একজন নাগরিকের সমস্ত তথ্য সরকারের কাছে নথিভুক্ত থাকে। তবে এবার দেশের এই গুরুত্বপূর্ণ নথিকে ছাপিয়ে পশ্চিমবঙ্গে একটি বিশেষ কার্ড চালু করার পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার।

রাজ্য সরকারের বিশেষ কার্ড: নবান্ন সূত্র মারফত জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যবাসীদের উপর সমীক্ষা চালানো হবে এবং সেই সমীক্ষার ভিত্তিতে প্রত্যেক পরিবারকে তাদের নির্দিষ্ট পরিচিতি প্রদান করা হবে। এটি একটি ইউনিক আইডেন্টিটি(Unique Identity Card)। ভারত সরকারের তরফ থেকে যেমন একটি ইউনিক আইডেন্টিটি রয়েছে ঠিক তেমনি এবার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যবাসীর জন্য আরেকটি ইউনিক আইডেন্টিটি থাকবে।

পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই বিশেষ কার্ড রাজ্যের প্রত্যেকটি পরিবারের সমস্ত তথ্য মজুদ রাখা হবে। রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের সূত্র মারফত জানা গিয়েছে, এই নতুন ব্যবস্থা চালু হলে রাজ্যের প্রত্যেকটি পরিবারের সমস্ত খুঁটিনাটি বিষয় রাজ্য সরকারের কাছে যেমন থাকবে, ঠিক তেমনি তাদের পরিবারের কোন সদস্য সরকারের সুবিধা পাচ্ছেন কিনা সেই সম্পর্কেও জানা যাবে।

Aadhaar Card-PAN Card

আরও পড়ুন: Aadhaar Card: বাতিল হচ্ছে ঝুড়ি ঝুড়ি আধার কার্ড! আপনি পেলে কি করবেন? জানুন ‘সঠিক’তথ্য

শুধু এইটুকু নয়, এই ধরনের কার্ড চালু হলে নাগরিকরা আরো বিশেষ কিছু সুবিধা পাবেন, সেই সুবিধার মধ্যে একটি অন্যতম সুবিধা হল সরকারি প্রকল্পের দ্রুত সুবিধা পাওয়া। কারণ যেকোনো সরকারি প্রকল্প শুরু হতে নথিপত্র যাচাই এবং জমা সমস্ত কিছুর ক্ষেত্রেই অনেকটা সময় লেগে যায়। তাই নতুন এই ইউনিক আইডেন্টিটির মাধ্যমে রাজ্য সরকারের কাছে সমস্ত নথি আগে থেকেই নথিভুক্ত থাকবে। ফলে খুব কম সময়ের মধ্যে সরকারি সুবিধা গ্রহণ করতে পারবেন রাজ্যবাসীরা।

প্রসঙ্গত, কর্ণাটক সরকারের তরফ থেকে ইতিমধ্যে এরকম একটি পরিষেবা চালু হয়ে গিয়েছে যার নাম হল কুটুম্ব। পশ্চিমবঙ্গ সরকার ও কর্ণাটকের মত সেরকমই একটি পরিষেবা চালু করতে চাইছে। যদিও এখনো সরকারিভাবে এই নতুন পরিষেবার ঘোষণা হয়নি।

Avatar

Papiya Paul

X