Aadhaar Card

anita

Aadhaar Card: বাতিল হচ্ছে ঝুড়ি ঝুড়ি আধার কার্ড! আপনি পেলে কি করবেন? জানুন ‘সঠিক’তথ্য

নিউজ শর্ট ডেস্ক: আধার কার্ড (Aadhar Card) এখন আমাদের দেশের প্রত্যেক নাগরিকের জন্যই সবচেয়ে জরুরি একটি পরিচয় পত্র (Identity Card)। এখনকার যুগে এই আধার কার্ড ছাড়া কার্যত অচল মানুষের জীবন। তাই এখনকার দিনে ছোট বড় যে কোনও কাজেই আধার কার্ড থাকা কিন্তু বাধ্যতামূলক। তবে এরই মধ্যে শোনা যাচ্ছে অনেকেরই আধার কার্ড বাতিলের চিঠি (Cancellation Letter) আসছে।

   

সম্প্রতি আধার কর্তৃপক্ষের তরফে অনেকেরই বাড়ি বাড়ি চিঠি গিয়েছে, যা দেখে কার্যত চোখ কপালে উঠে গিয়েছে। কিন্তু কেন? অনেকেই বুঝে উঠতে পারছেন না আধার কার্ড বাতিলের এই চিঠি এলে কী করবেন? আসলে এইভাবে আধার কার্ড বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন বহু মানুষ। কারণ এই আধার কার্ড বাতিলের কারণে রেশন, ব্যাঙ্ক থেকে শুরু করে একাধিক সরকারি পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে আচমকাই চরম হয়রানির শিকার হচ্ছেন শতাধিক মানুষ।

প্রশ্ন উঠছে রেশন কার্ড,ভোটার কার্ড সবই রয়েছে, ভোটও দেওয়া হচ্ছে তাহলে আধার কার্ড বাতিলের কারণ কী? তাই দ্রুত এই সমস্যার সমাধান না করা হলে অনেকেই বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। হয়তো অনেকেই জানেন না আধার কার্ডের ২৮-এ রেগুলেশনে আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। এই ধারায় আধার কার্ড তখনই নিষ্ক্রিয় করা হয় যখন কাওকে ‘বিদেশি’ বলে সন্দেহ করা হয় কিংবা বাসস্থান সংক্রান্ত নথি সন্তোষজনক হয় না।

আধার কার্ড,Aadhar Card,পরিচয় পত্র,Identity Card,বাতিলের চিঠি,Cancellation Letter,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তবে বিশেষজ্ঞরা আশ্বাস দিয়েছেন, আধার কার্ড বাতিল বা ডিঅ্যাক্টিভ হলে ভয়ের কোনো কারণ নেই। বাতিল আধার কার্ড চালু করার জন্য সবার আগে টোল ফ্রি নম্বরে ফোন করতে বলছে UIDAI। আধার সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানের জন্য টোল ফ্রি নম্বর ১৯৪৭-এ ফোন করতে হবে। তাছাড়া এই ধরণের সমস্যা হলে গ্রাহকদের অবিলম্বে বাড়িফর নিকটবর্তী আধার সংশোধন কেন্দ্র বা আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে বলা হয়েছে।

আরও পড়ুন: পিএনবি-র এই ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটেই বিরাট লাভ! চড়চড়িয়ে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

সেখানে গিয়েই আধার সংক্রান্ত তথ্য আপডেট করতে পারবেন তাঁরা। এইভাবেই বাতিল আধার নম্বর সক্রিয় করা যাবে বলে জানিয়েছে কেন্দ্র। গ্রাহককে দ্রুত আধার কেন্দ্রে গিয়ে বাড়ির ঠিকানা আপডেট করতে হবে,পাশাপাশি দিতে হবে নাগরিকত্বের প্রমাণ। তার জন্য বেশ কিছু নথি জমা করতে হবে। UIDAI সেই তথ্য যাচাই করবে।ভেরিফিকেশনের এই কাজ হয়ে গেলেই চালু হয়ে যাবে আধার কার্ড।

আধার কার্ড,Aadhar Card,পরিচয় পত্র,Identity Card,বাতিলের চিঠি,Cancellation Letter,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এখানে বলে রাখি আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলে ঘরে বসেই আধার কার্ডের সমস্ত তথ্য় আপডেট করা যাবে। সেক্ষেত্রে আধার এনরোলমেন্ট সেন্টারে যাওয়ার দরকার নেই। তবে ডিঅ্যাক্টিভেশন বা বাতিলের চিঠি পেলে এই ধরনের কেন্দ্রগুলিতে যাওয়ারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে দেরি করা চলবে না।   দীর্ঘদিন আধার নম্বর বাতিল হিসেবে ফেলে রাখলে PAN ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শুধু তাই নয়, পোস্ট অফিস, স্টক, মিউচুয়াল ফান্ড এমনকি UPI লেনদেনের উপরেও তার প্রভাব পড়তে পারে।