পার্থ মান্নাঃ বছরের শুরুতে কেন্দ্রের DA ছিল ৪৬%, এরপর সেটা বাড়িয়ে ৫০% করে দেওয়া হয়। এদিকে নভেম্বর মাসের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর মিলেছে। ৩% বেড়ে বর্তমানে মহার্ঘ ভাতা হয়েছে ৫৩ শতাংশ। এতে কেন্দ্রীয় সরকারের কর্মীরা খুশি হলেও রাজ্য সরকারের কর্মীরা অপেক্ষায় ছিলেন যে কবে তাদের জন্য সুখবর মিলবে। এতদিনে এল সুখবর, এবার কেন্দ্রের মত মহার্ঘ ভাতা বাড়ানোর পথে হাঁটল আরও এক রাজ্য।
৯% পর্যন্ত বাড়ছে মহার্ঘ ভাতা
রাজ্যের সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত মিলেছে। প্রায় ৯% পর্যন্ত বাড়ানো হচ্ছে। যার ফলে ৭০০০ টাকা পর্যন্ত বেড়ে যাবে মাইনে। তবে এই ঘোষণা পশ্চিমবঙ্গের কর্মীদের জন্য নয়। মদ্যপ্রদেশ সরকারের কর্মীদের জন্য এই DA বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসতেই হাসি ফুটেছে কর্মীদের মুখে।
অতিরিক্ত ৭০০০ টাকা পর্যন্ত মিলবে অ্যাকাউন্টে
ইতিমধ্যেই অর্থ দফতরের তরফ থেকে নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে। এর ফলে এতদিন যেখানে ২০২৩ সালের তুলনায় ২৩০ শতাংশ হিসাবে DA পাওয়া যাচ্ছিল সেখানে ২৩৯ শতাংশ হিসাবে পাওয়া যাবে। এতে নূন্যতম ৬২০ টাকা থেকে শুরু করে ৭০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত টাকা ঢুকবে কর্মচারীদের অ্যাকাউন্টে। জানুয়ারি থেকেই এই DA বৃদ্ধি কার্যকর হবে। কর্মচারীদের ১ লা অক্টোবরের থেকেই মহার্ঘ ভাতা বৃদ্ধির লাভ পাবেন।
কিস্তিতে মেটানো হবে বকেয়া টাকা
DA বৃদ্ধি কার্যকর হলেও বেশ কিছু মাসের মহার্ঘ ভাতা বকেয়া থেকে যাচ্ছে। হিসেবে মত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসের অতিরিক্ত DA এর টাকা পাওনা হয় কর্মীদের। এই বকেয়া রাশি একসাথে নয় বরং কিস্তিতে পরিশোধ করা হবে বলে জানা যাচ্ছে। মোট চারটি কিস্তিতে টাকা দেওয়া হবে। যার প্রথম কিস্তি দেওয়া হবে ডিসেম্বর মাসেই।