নিউজশর্ট ডেস্কঃ লোকসভা ভোটের পর থেকেই একেরপর এক প্রকল্প থেকে নিত্য নতুন ঘোষণা করে চলেছে রাজ্য সরকার (State Government)। বিগত ফেব্রুয়ারী মাসেই ডিএ বৃদ্ধি করা হয়েছে রাজ্য সরকারের কর্মীদের। ইতিমধ্যেই একমাসের বোনাস মহার্ঘ্য ভাতাও (Dearness Allowance) দেওয়া হয়েছে। তাছাড়া হোমগার্ডদেরও রিটায়ারমেন্ট বেনিফিট বেড়েছে। তবে এখানেই শেষ নয়, এবার আরও এক সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)।
আবারও ভাতা বাড়ালো রাজ্য সরকার
বর্তমানে রাজ্যের বিভিন্ন শিক্ষা বিভাগে চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী নিযুক্ত রয়েছেন। তাদের অবসরকালীন ভাতার ব্যবস্থা করা হয়েছিল আগেই। তবে এবার সেটা বাড়িয়ে দেওয়া হল। কত টাকা হল বেড়ে? তাহলে জেনে রাখুন চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের অবসরকালে এককালীন ৫ লক্ষ টাকা ভাতা দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। স্বভাবীভাবেই এই খবরে খুশি হয়েছেন সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা। জেনে যাচ্ছে এবছরের ১লা এপ্রিল থেকেই এই নীতি কার্যকর করা হয়েছে।
কারা বর্ধিত হারে ভাতার সুবিধা পাবেন?
এই ঘোষণা মূলত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য করা হয়েছে। যার ফলে প্যারা টিচার, অ্যাকাডেমিক সুপারভাইজার, SSK শিক্ষাকর্মী, MSK শিক্ষাকর্মী, চুক্তির উচ্চমাধ্যমিক শিক্ষক, আশা কর্মী থেকে অঙ্গনওয়াড়ি কর্মীরা সকলেই এই সুবিধা পাবেন।
আরও পড়ুনঃ দাম বাড়লেও চিন্তা নেই! ফাঁস হল সস্তায় Airtel, Jio রিচার করার গোপন ট্রিকস, না জানলে আপনারই লস
এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা ৬০ অথবা ৬৫ বছর বয়সে অবসর নিতে পারেন। এই সময় এককালীন ভাতা হিসাবে ৫ লক্ষ টাকা দেওয়া হবে। এবছরের ১লা এপ্রিল থেকেই নিয়ম কার্যকরী হয়েছে। যার ফলে যদি কেউ এবছরেও অবসর নেন তাহলে তিনি এককালীন ৫ লক্ষ টাকা পেয়ে যাবেন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের হোমগার্ডদের নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাদের অবসরকালীন ভাতা বাড়ানোর কথা ষোঘণা করা হয়েছে। নবান্নের তরফ থেকেই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় হোমগার্ডরা অবসরের সময় এককালীন ৩ লক্ষ টাকা পেত, তবে সেটা এখন বেড়ে হয়েছে ৫ লক্ষ।