পার্থ মান্নাঃ মহিলাদের সুরক্ষার জন্য একাধিক প্রকল্প চালু করা হয়েছে কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকারের তরফ থেকে। এমনই একটি প্রকল্প হল মহিলা সমৃদ্ধি যোজনা, যেটা পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছে। এই প্রকল্পে ৩০,০০০ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। কিভাবে পাবেন? কি করে আবেদন করতে হবে? আজকের প্রতিবেদনে সবটা জানানো হল।
মহিলা সমৃদ্ধি যোজনা (Mahila Samridhi Yojana)
পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নারী ক্ষমতায়ন ও মহিলাদের সার্বিক উন্নতির জন্য এই প্রকল্প চালু করা হয়েছিল। মহিলা সমৃদ্ধি যোজনায় ৩০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় খুবই স্বল্প সুদে। ব্যাঙ্ক যেখানে ১২% সুদ নেবে সেখানে এক্ষেত্রে মাত্র ৩% সুদে। কিভাবে আবেদন করা যাবে ও কি কি ডকুমেন্টস লাগবে? চলুন দেখে নেওয়া যাক।
মহিলা সমৃদ্ধি যোজনায় ঋণ পাওয়ার জন্য যোগ্যতাঃ
আপনি যদি এই প্রকল্পে লোন নিতে চান তাহলে কিছু যোগ্যতা পূরণ হতে হবে। সেগুলি হলঃ
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
- যে আবেদন করবে তাকে অবশ্যই SC, ST বা OBC সম্প্রদায়ভুক্ত হতে হবে।
- আবেদনকারী মহিলারে পরিবারের বার্ষিক আয় ১,৫০,০০০ টাকা এর নিচে হতে হবে।
- যার নাম আবেদন হবে তার বয়স সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ৫০ বছর হতে হবে।
কিভাবে আৱেদন করতে হবে?
এই প্রকল্পের জন্য আবেদন করতে চাইলে অনলাইনের কোনো পদ্ধতি নেই। সম্পূর্ণ কাজ অফলাইনে করতে হবে। তাঁর জন্য নিকটবর্তী ভিডিও অফিসে চলে যেতে হবে। সেখান থেকেই মহিলা সমৃদ্ধি যোজনার ফর্ম নিয়ে নিতে হবে। এরপর সঠিক তথ্য দিয়ে সেগুলো পূরণ করে আবার BDO অফিসেই জমা দিতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টঃ
- আধার কার্ড
- জাতিগত শংসাপত্র
- আয়ের শংসাপত্র
- ১০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপার
- ব্যাঙ্কের পাশ বইয়ের প্রথম পাতার জেরক্স
- আবেদনকারীর কালার পাসপোর্ট সাইজ ছবি।
মহিলা সমৃদ্ধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট >> Official Website