পার্থ মান্নাঃ আর একটা দিন পেরোলেই শেষ পুজোর মাস অক্টোবর। তবে চিন্তা নেই আগামী মাস অর্থাৎ নভেম্বরেও ভরপুর ছুটি রয়েছে সরকারি কর্মীদের জন্য। এমনিতেই সরকারি চাকরি মানেই ছুটির তালিকা বেশ লম্বা। তার উপর বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তাই উৎসবের মরশুমে যে এক্সট্রা ছুটি পাওয়া যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই যেমন অক্টোবর মাসের শুরুটাই হয়েছিল ২রা অক্টোবর গান্ধী জয়ন্তীর ছুটি দিয়ে। আর আগামীকাল শেষ হবে কালীপুজোর ছুটি দিয়ে।
নভেম্বর মাসে ১৪ দিন ছুটি
নভেম্বর মাসের শুরু থেকেই ছুটি পাবেন সরকারি কর্মীরা। জানা যাচ্ছে এমাসে মোট ১৪ দিন বন্ধ থাকবে সরকারি দফতর। তাই লম্বা ছুটিতে চাইলে ঘুরতে যাওয়ার প্ল্যানিং সেরে রাখতে পারেন। এদিকে সরকারি অফিসে যদি কোনো কাজ থাকে তাহলে আগে থেকেই ছুটির দিন দেখা রাখা ভালো। নাহলে কাজ আটকে যাওয়ার সম্ভাবনা। চলুন দেখে নেওয়া যাক নভেম্বর মাসের ছুটির তালিকা।
নভেম্বর মাসের ছুটির তালিকাঃ
১ লা নভেম্বর, শুক্রবার – কালীপূজা উপলক্ষে ছুটি
২ রা নভেম্বর, শনিবার – কালীপূজার ছুটি বর্ধিত করে দেওয়া হয়েছে
৩ রা নভেম্বর, রবিবার – সাপ্তাহিক ছুটি ও ভাতৃ দ্বিতীয়া
৪ ঠা নভেম্বর, সোমবার – ভাতৃ দ্বিতীয়ার ছুটি
৭ ই নভেম্বর, বৃহস্পতিবার – ছটপুজোর ছুটি
৮ ই নভেম্বর, শুক্রবার – ছটপুজোর ছুটি
৯ ই নভেম্বর, শনিবার – রাজ্য সরকারের ছুটি
১০ ই নভেম্বর, রবিবার – রাজ্য সরকারের ছুটি
১৫ ই নভেম্বর, শুক্রবার – গুরু নানকের জন্মদিন উপলক্ষে ছুটি
১৬ ই নভেম্বর, শনিবার – রাজ্য সরকারের ছুটি
১৭ ই নভেম্বর, রবিবার – রাজ্য সরকারের ছুটি
২৩ শে নভেম্বর, শনিবার – রাজ্য সরকারের ছুটি
২৪ শে নভেম্বর, রবিবার – রাজ্য সরকারের ছুটি
৩০ শে নভেম্বর, শনিবার – রাজ্য সরকারের ছুটি
প্রসঙ্গত, প্রতিবছরই রাজ্য সরকারের অর্থ দফতরের তরফ থেকে আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ করা হয়। এবারেও আশা করা হচ্ছে শীঘ্রই নতুন বছরের ছুটির তালিক খুব শীঘ্রই প্রকাশ করা হবে। তবে তার আগে এবছরের নভেম্বরেই প্রায় অর্ধেক মাস ছুটি পাবেন রাজ্য সরকারের কর্মীরা।