পার্থ মান্নাঃ এবছর পুজোর আগেই রাজ্য সরকারের কর্মীদের জন্য একাধিক সুখবর মিলেছে। তবে এবার আরও একটি সুখবর মিলল। সরকারি ও রাজ্য সরকার পোষিত স্কুলে কর্মরত ICT কম্পিউটার ইন্সট্রাক্টরদের বেতন বৃদ্ধির করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার ফলে আনন্দে লাফিয়ে উঠেছেন সকলে, একইসাথে ধন্য ধোনি করছেন মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারকে।
ওয়েস্ট বেঙ্গল আইটি পার্সোন্যাল কম্পিউটার ইনস্ট্রাকটর ওয়েলফেয়ার অ্যাসোশিয়েসনের রাজ্য সভাপতি মোদাব্বর গাজি জানান, ‘আগে আমরা বেতন হিসাবে মাত্র ১০,৩০০ টাকা পেতাম। তবে এখন অভিজ্ঞতার ভিত্তিতে বেতন বৃদ্ধি করা হয়েছে। ফলে অনেকেই ২১,০০০ টাকা বেতন পাচ্ছেন। এমনকি অনেকেই ২৫,০০০ টাকারও বেশি বেতন পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর জন্য অসংখ্য ধন্যবাদ’।
শুধু তাই না এদিন আরও জানা গিয়েছে অক্টোবর মাস থেকেই বর্ধিত হারে মাইনে মিলেছে। যার ফলে পুজোর মাসেই একধাক্কায় অনেকটা বেশ মাইনে পেয়ে খুশি সকলেই। সরকারের তরফ থেকেই গত জুলাই মাসেই এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এই মাইনে বৃদ্ধির আগে ICT কম্পিউটার প্রশিক্ষকেরা মাসিক ১০,৩০০ টাকা করে ভাতা পেতেন। তবে এবার অভিজ্ঞতার উপর ভিত্তি করে সেটা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি কেউ ৫ বছর ধরে কাজ করেন তাহলে তার নূন্যতম বেতন হবে ২১,০০০ টাকা।
তবে যদি ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকে তাহলে ২৬,০০০ টাকা ও ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ৩২,০০০ টাকা হয়ে যাবে মাইনে। এছাড়া যদি কেউ ২০ বছর ধরে কর্মরত থাকেন তাহলে মাইনে বেড়ে হবে ৩৯,০০০ টাকা। নতুন এই বেতন বৃদ্ধির হারে অনেকটাই খুশি কর্মীরা। তাছাড়া অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে বেতন বৃদ্ধি হওয়ায় আর্থিক সমস্যাও হবে না বলেই আশা করা হচ্ছে।