Government

Papiya Paul

Government: লক্ষ্মীর ভান্ডারও ফেল! বেকার হলেই প্রতি মাসে মিলবে ২০০০ টাকা! বড় ঘোষণা সরকারের

নিউজশর্ট ডেস্কঃ যতদিন এগোচ্ছে ততই বাজারের পরিস্থিতি খারাপ হচ্ছে। আর এর ফলে ক্রমশ বেড়ে চলেছে বেকারত্ব। সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে চাকরি পাওয়া এখন বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে রাজ্যের সাধারণ মানুষের সুবিধার পাশাপাশি বেকারদের জন্য নানারকমের পদক্ষেপ শুরু করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই কঠিন পরিস্থিতির সময়ে বহু মানুষ উচ্চ শিক্ষিত হয়েও সহজে চাকরি পাচ্ছেন না।

   

তাই রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য চালু হয়েছে যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের আওতায় আগে মাসিক ভাতার পরিমান ছিল ১,৫০০ টাকা। এরপরে আরো ৫০০ টাকা বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছে। তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে সরকারি কিংবা বেসরকারি কোন জায়গাতেই চাকরি করা চলবে না। চলুন তাহলে এই যুবশ্রী প্রকল্পের(Yuvashree Prakalpa) সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

যুবশ্রী প্রকল্পের ২০০০ টাকা এই মাসিক ভাতা কারা কারা পাবেন?
১) এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারী যুবক-যুবতীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
৩) আবেদনকারীকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস করতে হবে।
৪) আবেদনকারী যুবক বা যুবতীকে অবশ্যই একজন বেকার হতে হবে সরকারি কিংবা বেসরকারি কোন প্রতিষ্ঠানে কাজ করলে চলবে না।
৫) এর পাশাপাশি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর নাম নথিভুক্ত থাকতে হবে।

আরও পড়ুন: Government: বাংলার ১ কোটি পরিবার পাবেন বিনামূল্যে রান্নার সরঞ্জাম! জানুন কিভাবে পাবেন?

এই প্রকল্পের জন্য কি কি নথি প্রয়োজন?
১) আধার কার্ড
২) ভোটার আইডি
৩) যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট লাগবে।
৪) আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো
৫) যদি কাজ সার্টিফিকেট থাকে তাহলে তার প্রতিলিপি

কিভাবে আবেদন করতে হবে?

এই আবেদন প্রক্রিয়া মূলত অনলাইনে হবে।

১) প্রথমেই আপনার প্রয়োজনীয় সমস্ত নথি স্ক্যান করে 20KB থেকে 100KB-এর মধ্যে pdf আকারে ল্যাপটপ বা ডেস্কটপে সেভ করে রাখতে হবে।

২) এরপরে  https://employmentbankwb.gov.in/ -এই লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) তারপর তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে এখানে ঢোকার পর New Enrollment Job Seeker অপশনে ক্লিক করতে হবে। এরপর Accept ও তারপর Continue অপশনে ক্লিক করতে হবে।

৪) একটি অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। সেখানে সম্পূর্ণ তথ্য প্রদান করতে হবে।

৫) পাসপোর্ট সাইজ ফটো সহ স্ক্যান করে রাখা নথিগুলো সঠিকভাবে আপলোড করুন। সবশেষে Submit অপশনে ক্লিক করতে হবে।

৬) শেষে আপনার এই অ্যাপ্লিকেশনের একটি কপি প্রিন্ট আউট হিসেবে বের করে নিজের কাছে যত্নে রাখুন।

৭) এটি কমপ্লিট করার ৬০ দিনের মধ্যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে প্রিন্ট আউট করে রাখা অ্যাপ্লিকেশনটি জমা দিতে হবে। মনে রাখবেন ৬০ দিন পেরিয়ে গেলে কিন্তু এই অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে।

৮) এরপর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে আপনি অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট জমা দেওয়ার পর আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। এই তথ্য আপনার নথিভুক্ত ফোন নম্বরে আসবে। এই তথ্য ব্যবহার করে নিজের আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন।