Government Schemes that are helping women with cash benefits

প্রতিমাসে ঢুকছে টাকা, লক্ষীর ভান্ডার সহ এই ৩ সরকারি স্কিমে মোটা আয় হচ্ছে মহিলাদের

নিউজশর্ট ডেস্কঃ দেশের দরিদ্র তথা মধ্যবিত্ত মানুষের সাহায্যের জন্য রাজ্য তথা কেন্দ্রের তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। রেশন কার্ডের মাধ্যমে যেমন ফ্রীতে খাদ্যশস্য পাওয়া যায় তেমনি বেশ কিছু প্রকল্পে ব্যাঙ্কে সোজাসুজি টাকা পৌঁছে দেওয়া হয়। কেন্দ্রের তরফ থেকে কোনো স্কিম চালু করা হলে সেটা সমগ্র দেশেই লাগু হয়ে যায়। তবে প্রতিটা রাজ্যের তরফ থেকেও বেশ কিছু স্কিম রয়েছে আর্থিক সাহায্যের জন্য। আজ আপনাদের এমনই কিছু প্রকল্প সম্পর্কে জানাবো, যেগুলোর মাধ্যমে প্রতিমাসে হাজার হাজার টাকে পাচ্ছেন মহিলারা।

সুকন্যা সমৃদ্ধি যোজনা

দেশের কন্যা সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয় সুকন্যা সমৃদ্ধি যোজনা। যেখানে নূন্যতম ২৫০ টাকা থেকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত জমানো যাবে বছরে। তবে মেয়ের বয়স ১০ বছর হওয়ার আগেই এই অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর আর খোলা যাবে না। যে টাকা জমা করা হবে সেটার উপর ৮.২% হারে সুদ পাওয়া যাবে। আর মেয়ের বয়স যখন ১৮ বছর হবে তখন টাকা তোলা যাবে।

মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট

মহিলারা প্রতিমাসে যাতে কিছু টাকা সঞ্চয় করতে পারেন তার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। মহিলা সন্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্পে ১০০০ টাকা থেকে শুরু করে ২ লক্ষ টাকা পর্যন্ত রাখা যাবে। জেতার উপরে বার্ষিক ৭.৫% হারে সুদ পাওয়া যেতে পারে। অর্থাৎ প্রতিবছর ২ লক্ষ টাকা রাখতে পারলেই ১৫০০০ টাকা পাওয়া যাবে।

লক্ষীর ভান্ডার

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু করা সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষীর ভান্ডার। শুরুতে এই প্রকল্পের আওতায় নাম থাকলে মহিলাদের ৫০০ ও ১০০০ টাকা করে প্রতিমাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হত। তবে এবছরেই সেটাই বাড়িয়ে ১০০০ টাকা ও ১২০০ টাকা করে দেওয়া হয়েছে। রাজ্যের প্রায় ২ কোটিরও বেশি মহিলা এর ফলে উপকৃত হচ্ছেন।

সুভদ্রা যোজনা

মহিলাদের জন্য আরও একটি জনপ্রিয় প্রকল্প হল সুভদ্রা যোজনা। যেখানে বছরে ১০,০০০ টাকা দেওয়া হয় মহিলাদের জন্য। এটি মূলত ওড়িশা সরকারের যোজনা। যেখানে দরিদ্র মহিলাদের স্বনির্ভর হওয়ার উদ্দেশ্যে ও আর্থিক উন্নতির উদ্দেশ্যে বছরে ২ টি কিস্তিতে টাকা দেওয়া হয়। শুধু তাই নয়, যে সমস্ত মহিলাদের ৫ বছর এই প্রকল্পে নাম থাকবে তাদের ৫০,০০০ টাকাও দেওয়া হয়।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X