নিউজশর্ট ডেস্কঃ যত দিন যাচ্ছে ততই দেশে ডিজিটাল ও অনলাইন জালিয়াতির ঘটনা বেড়ে চলেছে। প্রায় প্রত্যেকদিনই সাইবার(Cyber) অপরাধীর সঙ্গে যুক্ত ব্যক্তিরা ফোন কল এবং মেসেজিং-এর মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করে চলেছে। নিত্যনতুন ফাঁদ পেতে মানুষকে প্রতারিত করছে তারা।
সরকারের পক্ষ থেকে মঙ্গলবারে জানানো হয়েছে যে ডিজিটাল জালিয়াতি(Digital Fraud) রোধ করার জন্য সরকার সন্দেহজনক লেনদেনের সঙ্গে জড়িত ৭০ লক্ষ মোবাইল নম্বর স্থগিত করা হয়েছে। একটি বৈঠকের পরে ব্যাংকগুলোকে এই সাইবার সংক্রান্ত বিষয়ে সিস্টেম এবং প্রক্রিয়াগুলোকে আরো শক্তিশালী করার কথা বলা হয়েছে। এই ধরনের বৈঠক আরো হবে বলে জানানো হয়েছে। আর পরবর্তী বৈঠক জানুয়ারিতে হবে বলে স্থির করা হয়েছে।
ঠিক পরিষেবা সচিব বলেছেন যে রাজ্যগুলোকে এই সমস্যাটা ভালো করে দেখতে এবং ডেটা সুরক্ষা নিশ্চিত করতে বলা হয়েছে। বৈঠকে ব্যবসায়ীদের কেওয়াইসি স্ট্যান্ডারাইজেশন নিয়েও আলোচনা করা হয়েছে। এই বৈঠকে এটাও বলা হয়েছে যে সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচাতে সমাজের সাইবার জালিয়াতি সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে।
আরও পড়ুন: অসুখ হলেই Google-এ ওষুধ খোঁজেন? সাবধান! এই ভুল করলেই হতে পারে জেল
বৈঠক চলাকালীন ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে রিপোর্ট করার ডিজিটাল পেমেন্ট জালিয়াতির সবথেকে শেষ তথ্যের উপর ভিত্তি করে একটি উপস্থাপনা করেছে। এই ধরনের মামলা এলে মোকাবেলায় সমস্ত সমস্যাগুলো তথ্যসহ তুলে ধরা হবে। বৈঠকে অর্থনৈতিক বিষয়ক বিভাগ, রাজস্ব বিভাগ, টেলিযোগাযোগ বিভাগ, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী দিনে এই ধরনের জালিয়াতির বন্ধ করার জন্য সরকারের তরফ থেকে নানা ভাবে চেষ্টা করা হচ্ছে। এর সাথেই সাধারণ মানুষকেও এই বিষয়ে যথেষ্ট সচেতন হতে হবে নাহলে বারবার জালিয়াতির খপ্পরে পড়তে হবে গ্রাহকদের।