WhatsApp Scam

WhatsApp Scam: বন্ধ হয়ে যাবে আপনার মোবাইল নম্বর! অচেনা নম্বর থেকে ফোন এলে সাবধান

নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে কমবেশি  বিভিন্ন বয়সী মানুষদের মধ্যেই অত্যন্ত জনপ্রিয় একটি চ্যাটিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এই অ্যাপের  মাধ্যমেই এখনকারদিনে অধিকাংশ মানুষ গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান করে থাকেন। তাই এমন অনেকেই আছেন যাঁরা এই হোয়াটসঅ্যাপের মধ্যেই সমস্ত কাজের জিনিস রেখে দেন।

তার মধ্যে যেমন অফিসের জরুরী কাজের জিনিস থাকে তেমনি থাকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার,আধার নাম্বার সহ অন্যান্য ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্যও।  আর এবার সেই সুযোগকে কাজে লাগিয়েই হোয়াটসঅ্যাপের মাধ্যমে নতুন প্রতারণার জাল বিস্তার করছে একদল প্রতারক। সম্প্রতি এ প্রসঙ্গেই সামনে এসেছে এক বড় আপডেট।

হোয়াটসঅ্যাপ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই প্রতারণার জ্বাল সম্পর্কেই সম্প্রতি ভারতের মিনিস্ট্রি অফ কমিউনিকেশন এর অধীনে থাকা টেলিকমিকেশন বিভাগ (Department of Telecommunications) অর্থাৎ DoT সতর্কতা জারি করেছে মোবাইল ব্যবহারকারীদের জন্য।

হোয়াটসঅ্যাপ,WhatsApp,ফ্রড কল,Fraud Call,সরকার,Government,সতর্কবার্তা,Warning,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

জানা যাচ্ছে টেলিকম বিভাগের নাম করে ইদানিং প্রচুর ফ্রড কল (Fraud Call) করা হচ্ছে। আর ওই সমস্ত ভুয়ো কলে ডটের নাম করে মোবাইল ব্যবহারকারীদের কাছে দাবি করা হচ্ছে যে তদন্তের নাম করে সরকার জানতে পেরেছে সংশ্লিষ্ট ওই নাম্বার থেকে ভুল কাজ করা হচ্ছে। আর এই কারণেই নাকি ওই ব্যবহারকারীর মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সারাদিন অনলাইন থাকেন হোয়াটসঅ্যাপে? অজান্তেই প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন না তো?

যা আদতে ভুয়ো। সরকারি তথ্য অনুযায়ী প্রতারকরা নাকি এইভাবেই সাধারণ মানুষদের তাদের নম্বর ব্লক করার হুমকি দিয়ে ব্যক্তিগত তথ্য চুরি করে ব্যাংকিং জালিয়াতি করে চলেছে। এ প্রসঙ্গে টেলিকমিউনিকেশন বিভাগ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে আজ পর্যন্ত ডটের তরফে এমন ধরনের কোন কল করা হয়নি। পাশাপাশি জনগণের উদ্দেশ্যেও  সতর্কবার্তা  জারি করে  ডটের পক্ষ থেকে জানানো হয়েছে এই কাজের জন্য প্রতারকরা মূলত বিদেশি মোবাইল নম্বর ব্যবহার করছেন।

Whatsapp

এছাড়া এই নম্বরগুলি থেকে হোয়াটসঅ্যাপ কলই বেশি করা হচ্ছে। তাই জনগণের উদ্ধ্যেশ্যে সতর্কবার্তা জারি করে জানানো হয়েছে কারও কাছে যদি এই ধরণের কোনো কল বা বার্তা তথা মেসেজ আসে, তাহলে তিনি সঞ্চার সাথী পোর্টালের (www.sancharsaathi.gov.in) “আই-রিপোর্ট সাসপেক্টেড ফ্রড কমিউনিকেশনস” অপশনে গিয়ে রিপোর্ট করতে পারেন। এছাড়াও কেউ চাইলে www.cybercrime.gov.in থেকে রিপোর্ট করতে পারেন।এসবের পাশাপাশি, সরাসরি মোবাইল থেকেও এই ধরণের কল এবং মেসেজ ব্লক করা যেতে পারে।

Avatar

anita

X