Government of West Bengal announce 5 extra days of special leave for employees

আরও ৫ দিন বাড়ল সরকারি ছুটি! সরকারি কর্মীদের উদ্দেশ্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পার্থ মান্নাঃ সরকারি চাকরি মানেই ছুটির তালিকা বেশ লম্বা। কথা আলাদা করে বলার প্রয়োজন নেই। তবে সরকারের অন্যান্য দপ্তরের কর্মচারীরা উৎসবের মরশুমে একটানা লম্বা ছুটি পেলেও কিছু দপ্তর রয়েছে যেগুলো ছুটির থেকে বঞ্চিত হন। হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন পুলিশ দমকল থেকে স্বাস্থ্য ক্ষেত্রে কর্মীরা উৎসবের মরশুমে ছুটি পান না। বরং এই সময় তাদের অতিরিক্ত ডিউটি দিয়ে আইন-শৃঙ্খলা বজায় রাখতে হয় তাই তাদের জন্য বছরে কিছু স্পেশাল ছুটি বরাদ্দ করা হয়ে থাকে সরকারের তরফ থেকে। কিন্তু এই ছুটি যথেষ্ট নয়, এমনটাই আক্ষেপ ছিল অনেকের। তাই এবার এল বড় ঘোষণা।

পুলিশ, দমকল কর্মী ও স্বাস্থ্য কর্মীদের জন্য বড় ঘোষণা

দূর্গা পুজো থেকে শুরু করে লক্ষ্মীপূজো কালীপুজো ভাইফোঁটা উৎসবের মরশুমে প্রায় এক মাসের মত ছুটি পান সরকারি কর্মীরা। কিন্তু এক্ষেত্রে ইমারজেন্সি সার্ভিসের সাথে যুক্ত থাকা কর্মীদের ছুটি নেই। বদলে পুজো পরবর্তী সময়ে ১০ দিনের স্পেশাল ছুটি পাওয়া যেত। তবে এবার সেই ছুটি আরও বাড়িয়ে দেওয়া হলো।
আজ অর্থাৎ শুক্রবার বিরসা মুন্ডার দেড়শ তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য আদিবাসী ভবনে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই স্পেশাল ছুটি দশদিন থেকে বাড়িয়ে ১৫ দিন করার কথা ঘোষণা করলেন তিনি। স্বাভাবিকভাবেই এই ঘোষণা আসার পর খুশি সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা।

স্পেশাল ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিন বিশেষ ছুটি ৫ দিন বাড়িয়ে দেওয়ার ঘোষণার সময় মুখ্যমন্ত্রী বলেন, ‘ যারা মানুষের স্বার্থে ২৪ ঘন্টা কাজ করে চলেছেন তাদের যোগ্য সম্মান পাওয়া উচিত।’ এরপরই সবার প্রথমে পুলিশ কর্মীদের কথা এবং তারপর দমকল কর্মী থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী ও পৌরসভার কর্মীদের কথা বলেন মুখ্যমন্ত্রী। আশা করা হচ্ছে বিশেষ ছুটির সংখ্যা বাড়িয়ে দেওয়ায় খুশি হবেন কর্মীরাও।

প্রসঙ্গত, গতকালই রাজ্য সরকারের অধীনে থাকা কর্মবন্ধু প্রকল্পের কর্মীদের জন্য সুখবর মিলেছে। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর থেকে শুরু করে পৌরসভার আওতায় কর্মবন্ধু প্রকল্পে বেশ কিছু লোক নিয়োগ করা হয়েছিল। ২০১৭ সাল থেকে এই প্রকল্পের কর্মীদের জন্য মাসে তিন হাজার টাকা ভাতা দেওয়া হত। তবে এবার সেটা এক ধাক্কায় ২০০০ টাকা বাড়িয়ে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই মর্মে নির্দেশিকা জারি করেছেন রাজ্যের অতিরিক্ত চিফ সেক্রেটারি প্রভাত কুমার মিশ্র। রাজ্যের এই সিদ্ধান্তের ফলে স্বাভাবিকভাবেই খুশি কর্মী ও শাসক দলের কর্মচারী সংগঠন।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X